থাইল্যান্ড ওপেন জিতে ইতিহাস গড়ল ভারতীয় জুটি
চিনা জুটিকে হারিয়ে প্রথমবার পুরুষদের ডাবলস খেতাব জিতে নিল কোনও ভারতীয় জুটি।
নিজস্ব প্রতিবেদন : থাইল্যান্ড ওপেন জিতে ইতিহাস গড়লেন ভারতীয় জুটি। পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। চিনা জুটিকে হারিয়ে প্রথমবার পুরুষদের ডাবলস খেতাব জিতে নিল কোনও ভারতীয় জুটি।
রবিবার ফাইনালে চিনের লি জুন হুই-লিউ ইউ চেন জুটিকে হাড্ডাহাড্ডি চিন গেমের লড়াইয়ে হারিয়ে দেন ভারতীয় জুটি। প্রথম গেম ২১-১৯ ফলে জিতে নিলেও দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করে চিনা জুটি। তখন মনে হয়েছিল তীরে এসে তরী ডুবতে পারে। কিন্তু তৃতীয় গেমে বাজিমাত করেন সাত্বিকসাইরাজ-চিরাগ জুটি। ২১-১৮ তে তৃতীয় গেম জিতে নেন তাঁরা।
History created!
UNSTOPPABLE @satwiksairaj @Shettychirag04
They have etched their names in history!They win the biggest title of their career, beating the reigning world champions Li & Liu!
What a performance! What efforts!
P.C: @BadmintonTalk#ThailandOpen #IndiaOnTheRise pic.twitter.com/grQ4bBlksG— BAI Media (@BAI_Media) August 4, 2019
শেষপর্যন্ত ২১-১৯, ১৮-২১, ২১-১৮ গেমে চিনের লি জুন হুই-লিউ ইউ চেন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি।
আরও পড়ুন - দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়তে চাইছে কোহলি অ্যান্ড কোম্পানি