সুপ্রিমকোর্টে হোঁচট খেল বিসিসিআই
সুপ্রিমকোর্টে প্রাথমিক ধাক্কা খেল বিসিসিআই। বম্বে হাইকোর্টের রায়ের উপর বিসিসিআই-এর অন্তর্বতীকালীন স্থগিতাদেশের আবেদন খারিজ করে শীর্ষ আদালত। প্রসঙ্গত, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের আবেদনের ভিত্তিতে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডের জন্য গঠি বিসিসিআইয়ের দুই সদস্যের তদন্ত কমিটিকে বেআইনি ও অসাংবিধানিক আখ্যা দিয়েছিল বম্বে হাইকোর্ট।
সুপ্রিমকোর্টে প্রাথমিক ধাক্কা খেল বিসিসিআই। বম্বে হাইকোর্টের রায়ের উপর বিসিসিআই-এর অন্তর্বতীকালীন স্থগিতাদেশের আবেদন খারিজ করে শীর্ষ আদালত। প্রসঙ্গত, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের আবেদনের ভিত্তিতে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডের জন্য গঠি বিসিসিআইয়ের দুই সদস্যের তদন্ত কমিটিকে বেআইনি ও অসাংবিধানিক আখ্যা দিয়েছিল বম্বে হাইকোর্ট।
তবে বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বিসিসিআই-এর আবেদন শুনতে রাজি হয়েছে বিচারপতি একে পটনায়েক ও বিচারপতি জেএস খেহার ডিভিশন বেঞ্চ।
এই ডিভিশন বেঞ্চ আগামী দু`সপ্তাহের মধ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারকে বিসিসিআইয়ের পিটিশনের প্রত্যুত্তর দিতে বলেছে। চলতি মাসের ২৯ তারিখ এই মামলার শুনানি।