পথ দুর্ঘটনায় মৃত্যু স্কোলারির ভাইপোর, শিবির ছেড়ে শেষকৃত্যে নেইমারদের কোচ

পথ দুর্ঘটনায় মৃত্যু স্কোলারির ভাইপোর, শিবির ছেড়ে শেষকৃত্যে নেইমারদের কোচ

Updated By: Jun 11, 2014, 05:25 PM IST

ফের আত্মীয় বিয়োগ। মানসিক দিক চরম ধাক্কা খেলেন ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারি। বিশ্বকাপের জন্য ব্রাজিল দল ঘোষিত হওয়ার পর দলের শিবির থেকে স্কোলারিকে ছুটে যেতে হয়েছিল এক নিকট আত্মীয়ের শেষকৃত্যে। এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে পথ দুর্ঘটনায় মারা গেলেন স্কোলারির ভাইপো।

ব্রাজিলিয়ান ফেডারেল হাইওয়ের পুলিস জানিয়েছে একটি লরি স্কোলারির ভাইপো স্নেইডারের গাড়িকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট চল্লিশ বছরের স্নেইডারের। এই ঘটনায় মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন স্কোলারি। এর প্রভাব পড়তে পারে দলের অনুশীলনে। এমনটাই মনে করছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারা। যদিও তারা মনে করেন স্কোলারি পেশাদার মানুষ, নিজের দায়িত্ব সম্পর্কে বেশ সচেতন। তাই সেদিক থেকে তিনি উদ্বোধনী ম্যাচের আগে শেষ অনুশীলনে উপস্থিত থেকে দলের ফুটবলারদের উদ্বুদ্ধ করবেন।

এদিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুই সুয়ারেজ। কোস্টারিকার বিরুদ্ধে সুয়ারেজ মাঠে নামতে পারবেন কি না, সেব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না উরুগুয়ে কোচ অস্কার ত্যাবারেজ। বিশ্বকাপ শুরুর আগে হাঁটুতে চোট পান লিভারপুলের এই তারকা স্ট্রাইকার। অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। সেই ধাক্কা কাটিয়ে অনুশীলনেও ফিরেছেন ইপিএলের সর্বোচ্চ গোলদাতা।

নিজের টুইটার অ্যাকাউন্টে সুয়ারেজ জানিয়েছেন, তিনি ক্রমশ ফিট হচ্ছেন। তাঁর চোটের উন্নতিও সঠিক পথেই এগোচ্ছে বলে দাবি করেছেন তারকা এই স্ট্রাইকার। তবে কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কি না ,সেব্যাপারে কিছু জানাননি সুয়ারেজ। তার দলের সেরা স্ট্রাইকারের মাঠে ফেরার ব্যাপারে কোনও ডেটলাইন রাখছেন না উরুগুয়ে কোচও।

.