এবার বিশ্বকাপে খেলা ক্রিকেটার করোনায় আক্রান্ত, দুঃশ্চিন্তা বাড়ছে খেলার দুনিয়ায়

স্কটল্যান্ডে ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

Updated By: Mar 21, 2020, 12:27 PM IST
এবার বিশ্বকাপে খেলা ক্রিকেটার করোনায় আক্রান্ত, দুঃশ্চিন্তা বাড়ছে খেলার দুনিয়ায়

নিজস্ব প্রতিনিধি— অস্ট্রেলিয়ার পেসার রিচার্ডসন আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। তবে তিনি এখন আগের থেকে অনেকটা সুস্থ। এবার আরও এক আন্তর্জাতিক ক্রিকেটার মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্কটল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলা ক্রিকেটার মাজিদ হক করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। ইতালিতে বেশ কয়েকজন তারকা ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে ক্রিকেট জগতে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত কম।

৩৭ বছর বয়সী অফস্পিনার মাজিদ নিজেই টুইট করে জানিয়েছেন, তিনি এখন আগের থেকে অনেকটা ভাল আছেন। তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। গ্লাসগোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। স্কটল্যান্ডে ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে গোটা ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৬৯ জন। 

আরও পড়ুন—  করোনা আতঙ্ক! তরুণীকে পাত্তা না দিয়ে হন হন করে বেরিয়ে গেলেন কোহলি

স্কটল্যান্ডের হয়ে ৫৪টি ওয়ানডে ও ২১টি টি-২০ ম্যাচ খেলেছেন মাজিদ। ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলেছেন শেষবার। এক সময় ওয়ানডে ক্রিকেটে ৬০টি উইকেট নিয়ে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তিনি। তবে ২০১৯ সালে সাফায়ান শরিফ তাঁর রেকর্ড ভেঙে দেন। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর বর্তমানে স্কটল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলছেন মাজিদ।

.