ব্যালন ডি অরের দাবিদার তিনি নিজেই: সার্গিও র্যামোস
ব্যালন ডি অরের দাবিদার হিসাবেও নিজেকেও দেখছেন রিয়াল অধিনায়ক সার্গিও র্যামোস। মেগা পুরস্কারের দৌড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে রাজি নন রোনাল্ডোদের অধিনায়ক র্যামোস। রিয়ালের দ্বিমুকুট জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। তাই র্যামোস স্পষ্ট বলছেন তাঁর ব্যালন ডি অর জেতার সম্ভাবনা মোটেও আকাশকুসুম কল্পনা নয়। তবে ফুটবল বিশ্বের ধারনা পারফরম্যান্সের বিচারে গত কয়েকবছরের মত এবারও ব্যালন ডি অরের লড়াই সীমাবদ্ধ থাকবে দুই তারকা মেসি আর রোনাল্ডোর মধ্যে। রিয়াল জার্সিতে লা লিগা,চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি ছেচল্লিশ ম্যাচে বিয়াল্লিশ গোল করেছেন পর্তুগিজ তারকা রোনাল্ডো। আর বিশ্ব ফুটবলের যুবরাজের হাত ধরে কোপা দেল রে ট্রফি পেয়েছে বার্সা । আর শেষ মরসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসি। তবে গতবারের সাফল্যের নিরিখে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে পাল্লা ভারি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
ব্যুরো: ব্যালন ডি অরের দাবিদার হিসাবেও নিজেকেও দেখছেন রিয়াল অধিনায়ক সার্গিও র্যামোস। মেগা পুরস্কারের দৌড় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে রাজি নন রোনাল্ডোদের অধিনায়ক র্যামোস। রিয়ালের দ্বিমুকুট জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। তাই র্যামোস স্পষ্ট বলছেন তাঁর ব্যালন ডি অর জেতার সম্ভাবনা মোটেও আকাশকুসুম কল্পনা নয়। তবে ফুটবল বিশ্বের ধারনা পারফরম্যান্সের বিচারে গত কয়েকবছরের মত এবারও ব্যালন ডি অরের লড়াই সীমাবদ্ধ থাকবে দুই তারকা মেসি আর রোনাল্ডোর মধ্যে। রিয়াল জার্সিতে লা লিগা,চ্যাম্পিয়ন্স লিগ জেতার পাশাপাশি ছেচল্লিশ ম্যাচে বিয়াল্লিশ গোল করেছেন পর্তুগিজ তারকা রোনাল্ডো। আর বিশ্ব ফুটবলের যুবরাজের হাত ধরে কোপা দেল রে ট্রফি পেয়েছে বার্সা । আর শেষ মরসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা মেসি। তবে গতবারের সাফল্যের নিরিখে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে পাল্লা ভারি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।