'ডু অর ডাই' ম্যাচে চোট সারিয়ে দলে ফিরলেন সাকিব
শুক্রবার নিদহাস ট্রফির 'সেমিফাইনালে' মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে জয়ী দলই ফাইনালে মুখোমুখি হবে রোহিতের ভারতের সঙ্গে।
নিজস্ব প্রতিবেদন: চোটের কারণে ঘরের মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অংশগ্রহন করতে পারেননি। চোটের কারণেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচগুলিতেও দল তাঁকে পায়নি। তবে এবার তিনি পুরোপুরি সুস্থ। সূত্রের খবর অনুযায়ী শুক্রবার নিদহাস ট্রফিতে 'ম্যাচ ফিট' সাকিবকে পাচ্ছে টাইগাররা। শোনা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে 'ডু অর ডাই' ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন এই তারকা অলরাউন্ডার।
আরও পড়ুন- যুবরাজের ছক্কার রেকর্ড ভাঙলেন রোহিত
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, "কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবেন সাকিব আল হাসান"। যদিও শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাতুরেসিংহে আনফিট অবস্থায় সাকিবকে খেলানো নিয়ে সংশয় প্রকাশ করেছেন। একই সঙ্গে বাংলাদেশের প্রাক্তন কোচ হাতুরেসিংহে এও জানিয়েছেন, "সাকিবের মতো একজন বিশ্বমানের অলরাউন্ডার দলে থাকলে এগিয়ে থাকবে বাংলাদেশ।" প্রসঙ্গত আঙুলের চোটের কারণেই এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তাঁর পরিবর্ত হিসাবে টাইগারদের ব্যাটন ধরেছিলেন মহম্মদুলাহ। সাকিব দলে ফিরলে স্বাভাবিক ভাবেই নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হবে তাঁকে।
আরও পড়ুন- হাসতে হাসতে টাইগার শিকার করে নিদহাস ট্রফির ফাইনালে ভারত
উল্লেখ্য, শুক্রবার নিদহাস ট্রফির 'সেমিফাইনালে' মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে জয়ী দলই ফাইনালে মুখোমুখি হবে রোহিতের ভারতের সঙ্গে।