সাকিব আল হাসানের কাঁধেই বাংলাদেশ, সহ-অধিনায়ক মহমদুল্লাহ

মুশফিকুরকে অধিনায়ক পদ থেকে অপসারণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, "আমরা মনে করছি মুশফিকুরের (রহিম) নিজের ব্যাটিংয়ের প্রতি আরও বেশি মনযোগী হওয়া উচিত এবং সেই জন্যই তাঁকে দায়িত্ব থেকে মুক্ত করা হল।" 

Updated By: Dec 11, 2017, 04:13 PM IST
সাকিব আল হাসানের কাঁধেই বাংলাদেশ, সহ-অধিনায়ক মহমদুল্লাহ

নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হল উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহমানকে। দায়িত্ব দেওয়া হল বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এই বাঁ হাতি তারকার সহযোগী হিসেবে নাম ঘোষণা হয়েছে বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মহমদ্দুলাহেরও। যার ফলে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে পুনরায় দেখা যাবে সাকিব আল হাসনকে। দলের সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন মহমদুল্লাহকে।

আরও পড়ুন-  'ঈশ্বর নই, আমি সাধারণ ফুটবলার', কলকাতায় এসে বললেন মারাদোনা

মুশফিকুরকে অধিনায়ক পদ থেকে অপসারণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, "আমরা মনে করছি মুশফিকুরের (রহিম) নিজের ব্যাটিংয়ের প্রতি আরও বেশি মনযোগী হওয়া উচিত এবং সেই জন্যই তাঁকে দায়িত্ব থেকে মুক্ত করা হল।" 

আরও পড়ুন-  আম্পায়ারের আউট ঘোষণার আগেই ডিআরএস নিয়ে ভাইরাল ধোনি!

উল্লেখ্য, মুশফিকুরের নেতৃত্বেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেগেছে 'লজ্জার কালো দাগ'। দক্ষিণ আফ্রিকা সফরে মুশফিকুর, মোর্তাজা, সাকিবদের দল কার্যত আত্মসমর্পন করেছে। হোয়াইটওয়াশ তো বটেই প্রোটিয়াদের বিরুদ্ধে একবারের জন্যও মাথা তুলতে পারেনি মুশফিকুরের নেতৃত্বাধীন বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরেও যেন এমন অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয়, তাই বড় রদবদলের পথে হাটল বিসিবি। এমনই মত ক্রিকেট বিশেষজ্ঞমহলের একাংশের। 

এক নজরে দেখা নেওয়া যাক অধিনায়ক সাকিবের ট্র্যাক রেকর্ড- 

৯ টেস্ট-১৮ ইনিংস-৬৫০ রান-৩৯ উইকেট 
সর্বোচ্চ স্কোর-১০০ সর্বোচ্চ উইকেট-৫/৬২

*অধিনায়ক হিসেবে টেস্টে জয়-১
*অধিনায়ক হিসেবে টেস্টে হার-৮

.