একটানা এক দশক লালহলুদে, প্রাক্তন অধিনায়ক ক্লাব ছাড়লেন নিঃশব্দে

টানা ৭বার কলকাতা লিগ জেতার লক্ষ্যে বৃহস্পতিবার যখন অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ঠিক তখনই নিঃশব্দে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন শৌমিক দে। টানা এগারো বছর লালহলুদ জার্সি গায়ে খেলার পর বুট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন শৌমিক। 

Updated By: Aug 3, 2016, 08:11 PM IST
একটানা এক দশক লালহলুদে, প্রাক্তন অধিনায়ক ক্লাব ছাড়লেন নিঃশব্দে

ব্যুরো: টানা ৭বার কলকাতা লিগ জেতার লক্ষ্যে বৃহস্পতিবার যখন অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল ঠিক তখনই নিঃশব্দে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন শৌমিক দে। টানা এগারো বছর লালহলুদ জার্সি গায়ে খেলার পর বুট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন শৌমিক। 

আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। তবে ফুটবলকে পাকাপাকিভাবে বিদায় জানানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বর্ষীয়াণ এই লেফট ব্যাক। চলতি বছরেও লালহলুদের সঙ্গে চুক্তি থাকলেও শৌমিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন লালহলুদ কর্তারা। এরই মধ্যে বেশ কয়েকটা ক্লাবে খেলার প্রস্তাব পান শৌমিক। তবে ইস্টবেঙ্গল জার্সিতে খেলার পর আর কোনও ক্লাব খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ভারতের হয়েও বেশ কয়েকটা ম্যাচ খেলা শৌমিক। ২০০৫ সালে টালিগঞ্জ অগ্রগামী থেকে ইস্টবেঙ্গলে আসেন এই ফুটবলার। তারপর লালহলুদের অনেক চড়াই উতরাইয়ের সঙ্গী শৌমিক। ২০১০ সালে লালহলুদের অধিনায়কও হয়েছিলেন। মাঝে বর্ষসেরা ফুটবলারও হয়েছেন লাল-হলুদে। তবে ক্লাব ছাড়লেন নিঃশব্দে। 

.