ছেলের বাবা হলেন শোয়েব আখতার
পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতারের ছেলে হল। শোয়েব নিজেই টুইটারে তার ছেলে হয়েছে বলে জানান। আল্লাকে ধন্যবাদ জানিয়ে শোয়েব জানান, 'মা এবং ছোট্ট ছেলেটা সুস্থ আছে।'
ওয়েব ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতারের ছেলে হল। শোয়েব নিজেই টুইটারে তার ছেলে হয়েছে বলে জানান। আল্লাকে ধন্যবাদ জানিয়ে শোয়েব জানান, 'মা এবং ছোট্ট ছেলেটা সুস্থ আছে।'
আরও পড়ুন- বলুন তো জন্টি রোডসের পছন্দের ভারতীয় ফিল্ডার কে?
শোয়েবকে অভিন্দন জানিয়েছেন, বহু প্রাক্তন-বর্তমান ক্রিকেটার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নিজের ছেলেকে কী বানাতে চান, এই প্রশ্নই তাঁকে অনেকে টুইটারে করছেন। শোয়েব বলছেন, এখনও বলার সময় আসেনি।
আরও পড়ুন- মেসির ৫০০
ক্রিকেটে ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটা শোয়েবই করেছেন। সেই বলের গতি ছিল ১৬১.৩ কিমি/প্রতি ঘণ্টা।