বল বিকৃতি কাণ্ডে নেতৃত্ব ছাড়লেন স্মিথ, কেপ টাউনে নেতা টিম পেইন
কেপটাউন টেস্টে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ। একই সঙ্গে সহ-অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ান ডেভিড ওয়ার্নার।
নিজস্ব প্রতিবেদন : কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডের পরই স্টিভ স্মিথের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । ঘরে-বাইরে সমালোচনার জেরে অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ ছাড়লেন স্টিভ স্মিথ। এর জেরে আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব খোয়াতে পারেন স্মিথ।
কেপ টাউন টেস্টের তৃতীয় দিনে বল বিকৃতির অভিযোগ নিজের মুখেই স্বীকার করে নেন অধিনায়ক স্টিভ স্মিথ। শুধু তাই নয় বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। স্মিথ বলেন, "লিডারশিপ গ্রুপ ব্যাপারটা জানত। আমরা লাঞ্চে গোটা বিষয়টা নিয়ে কথা বলি। যা হয়েছে, তার জন্য আমরা গর্ব অনুভব করছি না। এটা খেলার স্পিরিটের মধ্যে পড়ে না। আমার নিজের, টিমের এবং লিডারশিপ গ্রুপের সততা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এটা আর হবে না।"
"Today was a big mistake on my behalf and on the leadership group's behalf" - Steve Smith #SAvAUS pic.twitter.com/VVIsSnJWsl
— cricket.com.au (@CricketAus) March 24, 2018
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ডের সঙ্গে আলোচনা করে কেপটাউন টেস্টে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন স্টিভ স্মিথ। একই সঙ্গে সহ-অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ান ডেভিড ওয়ার্নার।
BREAKING: Steve Smith and David Warner have stood down as captain and vice-captain for the remainder of this Test. More to come #SAvAUS
— cricket.com.au (@CricketAus) March 25, 2018
চলতি কেপ টাউন টেস্টে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে উইকেটকিপার টিম পেইন। নেতৃত্ব ছাড়লেও রবিবার চতুর্থ দিনে টিম পেইনের অধীনেই মাঠে নামেন স্মিথ এবং ওয়ার্নার।
Steve Smith and David Warner have taken the field this morning, but it's Tim Paine in charge for the Aussies.
More here: https://t.co/Tg5gGWwdf8 #SAvAUS pic.twitter.com/aPjh6p5vRW
— cricket.com.au (@CricketAus) March 25, 2018
আরও পড়ুন- বল বিকৃতি বিতর্কে তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া