লোধা কমিটির রিপোর্ট নিয়ে বিসিসিআইয়ের বিশেষ ওয়ার্কিং গ্রুপে সৌরভ গাঙ্গুলি
আইপিএল স্পট ফিক্সিং নিয়ে লোধা কমিটির রায়কে পর্যালোচনা করার জন্য ওয়ার্কিং গ্রুপ গঠন করল বিসিসিআই। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে রেখে চার সদস্যের এই গ্রুপ গঠিত হল। গ্রুপের বাকি সদস্যরা হলেন রাজীব শুক্লা,অনুরাগ ঠাকুর ও অনিরুদ্ধ চৌধুরি। ওয়ার্কিং গ্রুপকে আইনি পরামর্শ দেবেন আইনজীবি উষানাথ ব্যানার্জি। এই বিশেষ কমিটি ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে৷ তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷’
ওয়েব ডেস্ক: আইপিএল স্পট ফিক্সিং নিয়ে লোধা কমিটির রায়কে পর্যালোচনা করার জন্য ওয়ার্কিং গ্রুপ গঠন করল বিসিসিআই। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে রেখে চার সদস্যের এই গ্রুপ গঠিত হল। গ্রুপের বাকি সদস্যরা হলেন রাজীব শুক্লা,অনুরাগ ঠাকুর ও অনিরুদ্ধ চৌধুরি। ওয়ার্কিং গ্রুপকে আইনি পরামর্শ দেবেন আইনজীবি উষানাথ ব্যানার্জি। এই বিশেষ কমিটি ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে৷ তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷’
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস নিয়ে লোধা কমিটির রায় খতিয়ে দেখে ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে এই গ্রুপ। সেই রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই-এর ওয়ার্কিং কমিটি।
গতকাল মুম্বইয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি ভিত্তিতে ডাকা মিটিংয়ে বিশেষ গ্রুপ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। আইপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান রাজীব শুক্লা জানিয়েছিলেন, ‘লোধা কমিটির রায়কে মানা হবে৷ সভার সব সদস্য সেই মত দিয়েছেন৷'