ওম্বুডসম্যানকে চিঠির উত্তর দিলেন সৌরভ, 'স্বার্থের সংঘাত' অভিযোগ উড়িয়ে দিলেন মহারাজ

আইপিএলে দিল্লির পরামর্শদাতা হিসেবে যোগ দেওয়ার পরেই সৌরভ বলেছিলেন, কোনওরকম স্বার্থের সংঘাত নেই।

Updated By: Apr 8, 2019, 05:14 PM IST
ওম্বুডসম্যানকে চিঠির উত্তর দিলেন সৌরভ, 'স্বার্থের সংঘাত' অভিযোগ উড়িয়ে দিলেন মহারাজ

নিজস্ব প্রতিবেদন :  সিএবি-র সভাপতি থাকাকালীনই দিল্লির পরামর্শদাতা হিসেবে যোগ দেওয়ার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। রঞ্জিত কুমার শিল, অভিজিত্ মুখোপাধ্যায় এবং ভাস্বতী সাতুয়া নামে তিন জন সৌরভের বিরুদ্ধে বিসিসিআইয়ের ওম্বুডসম্যান ডিকে জৈনের কাছে অভিযোগও জানিয়েছিলেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নোটিস পাঠায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের ওম্বুডসম্যান সৌরভের থেকে ৭ এপ্রিলের মধ্যে সেই চিঠির উত্তর চেয়ে পাঠায়৷ 'স্বার্থের সংঘাত' এই অভিযোগ অস্বীকার করে বোর্ডকে চিঠির উত্তর দিয়ে দিয়েছেন মহারাজ।

আইপিএলে দিল্লির পরামর্শদাতা হিসেবে যোগ দেওয়ার পরেই সৌরভ বলেছিলেন, কোনওরকম স্বার্থের সংঘাত নেই। কারণ হিসেবে তিনি বলেন, আইপিএল গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন তিনি। তা ছাড়া দিল্লির পরামর্শদাতা হিসাবে যোগ দেওয়ার আগে বোর্ডের সিওএ কমিটির সঙ্গে কথা বলে নেন তিনি। কিন্তু একই সময় দুটি ভূমিকা পালনের ক্ষেত্রে স্বার্থের সংঘাতের অভিযোগ তোলে কেকেআর-এর সমর্থকরা। তাঁদের যুক্তি ছিল ১২ এপ্রিল ইডেন গার্ডেন্সে প্রভাব খাটাতে পারেন দিল্লির পরামর্শদাতা তথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন - IPL 2019, KXIPvSRH: হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে মরিয়া পঞ্জাব-হায়দরাবাদ

চিঠির উত্তরে সৌরভ জানিয়েছেন, "আমি আগে বোর্ডের টেকনিক্যাল কমিটি, আইপিএল টেকনিক্যাল কমিটি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ছিলাম। এই সমস্ত পদ থেকে আমি পদত্যাগ করেছি। বর্তমানে আমি বোর্ডের কোনও পদে নেই। এমনকী বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল কিংবা বোর্ডের অফিস বেয়ারার পদেও আমি নেই। আমি বোর্ডের ক্রিকেট কমিটিরও সদস্য নই।" আর আইপিএল ম্যাচের পিচ তৈরি করেন বোর্ডের কিউরেটররা সেখানেও সৌরভের কোনও প্রভাব থাকবে না। তাই তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ যে যুক্তিহীন সেটাই চিঠিতে লিখে দিয়েছেন বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

.