সেওয়াগের সঙ্গে ব্যাট করতে আতঙ্কে ভুগতেন সৌরভ!
বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে ব্যাট করতে গেলেই আতঙ্কে ভুগতেন সৌরভ গাঙ্গুলি। তাঁর আতঙ্কের কারণ বীরুর বেসুরো গলার গান। পুজোয় সঞ্জয় মঞ্জরেকরের রবীন্দ্র সংগীতের অ্যালবাম প্রকাশে এসে সৌরভ বলেন মঞ্জরেকর বীরুর তুলনায় দুশো গুণ ভাল গান গান। তবে চাপ কাটানোর জন্য এক একজন ক্রিকেটারের এক রকম টোটকা।
ব্যুরো: বীরেন্দ্র সেওয়াগের সঙ্গে ব্যাট করতে গেলেই আতঙ্কে ভুগতেন সৌরভ গাঙ্গুলি। তাঁর আতঙ্কের কারণ বীরুর বেসুরো গলার গান। পুজোয় সঞ্জয় মঞ্জরেকরের রবীন্দ্র সংগীতের অ্যালবাম প্রকাশে এসে সৌরভ বলেন মঞ্জরেকর বীরুর তুলনায় দুশো গুণ ভাল গান গান। তবে চাপ কাটানোর জন্য এক একজন ক্রিকেটারের এক রকম টোটকা।
শ্রাবণী সেনের তত্ত্বাবধানে আমার বেলা যে যায় নামে সঞ্জয় মঞ্জরেকরের রবীন্দ্র সংগীতের অ্যাবামটি প্রকাশিত হল মঙ্গলবার। সিএবিতে সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে এই অ্যালবামের রিলিজ অনুষ্ঠানে একটি রবীন্দ্র সংগীতও পরিবেশন করেন মঞ্জরেকর।