কিলার মিলারের দাপটে প্রথম টি২০ ম্যাচে উড়ে গেল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে চুরমার করে দিয়ে, টি২০ সিরিজেরও প্রথম ম্যাচে হেসেখেলে জিতল দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারের জায়গায় ১০ ওভারের ম্যাচে ১৯ রানে জিতে গেল প্রোটিওরা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক ফারহান বেহারদিন। ১০ ওভারের শেষে প্রোটিওরা তোলে ৫ উইকেটের বিনিময়ে ১২৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন টি২০ বিশেষজ্ঞ ডেভিড মিলার। কিলার মিলার খেলেন ১৮ বলে ৪০ রানের ইনিংস। অধিনায়ক বেহারদিন অপরাজিত থাকেন ১৮ বলে ৩১ রান করে। এছাড়া বলার মতো রান পাননি কেউ। শ্রীলঙ্কার হয়ে দুটো উইকেট পান কুলুশেখারা।

Updated By: Jan 21, 2017, 08:05 PM IST
কিলার মিলারের দাপটে প্রথম টি২০ ম্যাচে উড়ে গেল শ্রীলঙ্কা

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কাকে টেস্ট সিরিজে চুরমার করে দিয়ে, টি২০ সিরিজেরও প্রথম ম্যাচে হেসেখেলে জিতল দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারের জায়গায় ১০ ওভারের ম্যাচে ১৯ রানে জিতে গেল প্রোটিওরা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক ফারহান বেহারদিন। ১০ ওভারের শেষে প্রোটিওরা তোলে ৫ উইকেটের বিনিময়ে ১২৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন টি২০ বিশেষজ্ঞ ডেভিড মিলার। কিলার মিলার খেলেন ১৮ বলে ৪০ রানের ইনিংস। অধিনায়ক বেহারদিন অপরাজিত থাকেন ১৮ বলে ৩১ রান করে। এছাড়া বলার মতো রান পাননি কেউ। শ্রীলঙ্কার হয়ে দুটো উইকেট পান কুলুশেখারা।

আরও পড়ুন যুবরাজ সিংকে নতুন মিডল নেম দিলেন তাঁর স্ত্রী হেজেল

জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১০৭ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। হারতে হয় ১৯ রানে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন ডিকওয়ালা। তাঁর অবদান ১৯ বলে ৪৩ রান। ডিসিলভা করেন ১৬ বলে ২৭ রান। রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই প্রতিপক্ষ।

আরও পড়ুন  সচিন তেন্ডুলকর তাঁকে স্লেজিং করেছেন, বললেন গ্লেন ম্যাকগ্রা!

.