আজ দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই বিশ্বকাপের ছাড়পত্র পাবে ভারত!
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ভারতীয় রক্ষণের প্রধান ভরসা বিকাশ উমনামকে ছাড়াই বিবিয়ানোকে সোমবার দল নামাতে হবে।
নিজস্ব প্রতিবেদন : ২০১৯ সালে পেরুতে যুব বিশ্বকাপে যোগ্যতা অর্জনের হাতছানি ভারতীয় ফুটবল দলের সামনে। সোমবার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৬ এএফসি কাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই আগামী বছর পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে যাবে বিবিয়ানো ফার্নান্ডেজের দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপে আন্ডারডগ হিসেবেই শুরু করেছিল বিবিয়ানো ফার্নান্ডেজের দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভিয়েতনামকে ১-০ গোলে হারায় নীরজ কুমাররা। এরপর ইরান এবং ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বিক্রম প্রতাপ সিংরা। গ্রুপ সি থেকে রানার্স হয়ে অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। সোমবার কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। কোরিয়ানদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও পর্যায়ে জিততে পারেনি ভারতীয় ফুটবল দল। এই প্রতিযোগিতেও দুরন্ত ফর্মে রয়েছে তারা। গ্রুপ পর্বে তিন ম্যাচে ১২ গোল করেছে দক্ষিণ কোরিয়া। এমনকি কোনও গোল হজম করেনি তারা।
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে ভারতীয় রক্ষণের প্রধান ভরসা বিকাশ উমনামকে ছাড়াই বিবিয়ানোকে সোমবার দল নামাতে হবে। ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম ম্যাচে এবং ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হলুদ কার্ড দেখায় বিকাশকে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না। বিকাশকে নিয়ে না ভেবে কোরিয়ানদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় নামতে প্রস্তুত ডিফেন্ডার গুরকিরত সিংরা। অনূর্ধ্ব-১৬ ভারতীয় দলের কোচ বিবিয়ানো ফার্নান্ডেসও উদ্বুদ্ধ করছেন নীরজ কুমার, বিক্রম প্রতাপ সিং-দের। তিনি বলেছেন, "আমরা জানি, দক্ষিণ কোরিয়া এই প্রতিযোগিতার ফেভারিট। আমরা আন্ডারডগ হিসেবেই শুরু করেছিলাম অনূর্ধ্ব-১৬ এএফসি চ্যাম্পিয়নশিপে। তাই আমাদের কিছু হারানোর নেই। বাড়তি কোনও চাপও নেই।" ২০১৭ সালে আয়োজক দেশ হিসেবে ভারত সরাসরি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল। কিন্তু ২০১৯ সালে পেরুতে যুব বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠতেই হবে ভারতীয় দলকে।দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠলেই বিশ্বকাপে খেলা নিশ্চিত। ইতিহাস গড়ার সুযোগ বিক্রম, নীরজদের সামনে।