ওয়ান ডে ক্রিকেটকে আকর্ষনীয় করতে অভিনব প্রস্তাব সচিনের
পঞ্চাশ ওভারের ফরম্যাটে বিশেষ করে দিন-রাতের ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর, সেই কথা মাথায় রেখেই একথা বলেন সচিন তেন্ডুলকর।
নিজস্ব প্রতিবেদন : একদিনের ক্রিকেটকে আকর্ষনীয় করতে এবার অভিনব প্রস্তাব দিলেন সচিন তেন্ডুলকর। একদিনের ক্রিকেটে ৫০ ওভারকে দুটি ইনিংসে ভাঙার প্রস্তাব দিলেন সচিন তেন্ডুলকর। অর্থাত্ পঁচিশ ওভারের চারটে ইনিংস করা হোক একটা ম্যাচে। এমনই মত মাস্টার ব্লাস্টারের।
ওয়ান ডে ক্রিকেটকে আকর্ষনীয় করতে সচিন বলেন, " ৫০ ওভারের ফরম্যাটকে চারটে ইনিংসে ভাগ করা উচিত। প্রথমে এক দল ২৫ ওভার ব্যাটিং করার পর, অন্য দল ২৫ ওভার ব্যাটিং করবে। তারপর আবার ২৫ ওভার করে ব্যাটিং করবে দুই দল। প্রত্যেক ইনিংসের পর ১৫ মিনিটের ব্রেক। প্রথম দল যদি পঁচিশ ওভারেই অলআউট হয়ে যায়, তাহলে প্রতিপক্ষ দল পঞ্চাশ ওভার পাবে সেই রান তোলার জন্য।"
আরও পড়ুন - Asian Shooting Championships 2019: ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন মনু
পঞ্চাশ ওভারের ফরম্যাটে বিশেষ করে দিন-রাতের ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর, সেই কথা মাথায় রেখেই একথা বলেন সচিন তেন্ডুলকর। তাঁর মতে, এতে কোনও দলই শিশিরের কোপে পরবে না। সচিন এও বলেন, আইপিএল হওয়ার সুবাদে মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আর কোনও যৌক্তিকতা থাকে না। ঘরোয়া ক্রিকেটেও রদবদলের পক্ষে রায় দিচ্ছেন মাস্টার ব্লাস্টার।