বিরাটে 'পয়া' ব্যাট এখন মিউজিয়ামে

Updated By: Feb 7, 2017, 05:07 PM IST
বিরাটে 'পয়া' ব্যাট এখন মিউজিয়ামে

 

নিউ টাউন: নিজের 'ব্রহ্মাস্ত্র' দান করে দিলেন বর্তমান ক্রিকেটের 'বাদশা' তথা ভারতের ক্যাপ্টেন 'হট' বিরাট কোহলি। কলকাতা থেকে কিছুটা পথ দূরেই নিউ টাউনের এক সংগ্রহশালায় সদর্পে গচ্ছিত রয়েছে বিরাটের ব্যাট। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে 'ক্রিকেটের মক্কা' কলকাতার ইডেন গার্ডেনসে খেলতে এসে নিজের 'পয়া' ব্যাট 'ফ্যান অ্যাটিকা' নামের সংগ্রহশালার জন্য দান করলেন ক্যাপ্টেন কোহলি। এই সংগ্রহশালায় কেবল বিরাটের অমূল্য ব্যাটই নয়, স্থান পাবে সচিন, সৌরভদের ক্রিকেট কিটেরও অনেক অমূল্য সব 'রত্ন'। শুধু ক্রিকেটই বা বলছি কেন, ফুটবলের যুবরাজ মারাদোনা, টেনিসের 'রাজা' রজারেও কোনও না কোনও অস্তিত্ব থাকবে এই 'ফ্যান অ্যাটিকা' নামের সংগ্রহশালায়। 

 

প্রখ্যাত সাংবাদিক তথা টেলিভিশন ভাষ্যকার বোরিয়া মজুমদার এবং শিল্পপতি হর্ষ নেওটিয়ার প্রচেষ্টায় বঙ্গ মানচিত্রে এখন নতুন দ্রষ্টব্য 'ফ্যান অ্যাটিকা'। মূলত বোরিয়া মজুমদারের সংগ্রহীত খেলার সামগ্রীই 'ফ্যান অ্যাটিকা'তে শোভা পাচ্ছে। খেলার সংগ্রশালা নিয়ে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা BCCI প্রাগৈতিহাসিক যুগে একটা কমিটি গঠন করেছিল বটে, তবে ইতিহাস ধরে রাখার পাঠশালা গড়ার স্বপ্ন ইতিহাসই হয়ে গেছে! 

.