কলম্বোয় ধাওয়ান ধামাকা, শ্রীলঙ্কার সামনে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত পৌঁছায় ১৭৪ রানে। ভারতের হয়ে সর্বাধিক ৯০ রান (৪৮) করেন সহ-অধিনায়ক শিখর ধাওয়ান। ৩৫ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মনীশ পান্ডে। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন দুশমন্ত চামিরা, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস এবং গুনাতিলকা। 

Updated By: Mar 6, 2018, 08:51 PM IST
কলম্বোয় ধাওয়ান ধামাকা, শ্রীলঙ্কার সামনে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত

নিজস্ব প্রতিবেদন: ভারতের বিরুদ্ধে রান তাড়া করতে ৭ ব্যাটসম্যান নিয়ে দল গড়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমল। আর সে কারণেই টসে জিতে রোহিত শর্মাদের ব্যাটে পাঠায় এশিয়ান জায়েন্টসরা। বল হাতে শুরুটাও ভাল করে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই অধিনায়কের উইকেট হারায় ভারত। অল্প রানেই ফেরেন সুরেশ রায়নাও। টপ অর্ডারে দুই মূল্যবান উইকেট হারিয়ে তখন বেশ চাপে পড়ে যায় শাস্ত্রী শিবির। তবে একপাশ থেকে হাল ধরে থাকেন শিখর ধাওয়ান, তাঁকে যোগ্য সঙ্গত দেন মনীষ পান্ডেও। আর এই বাঁ হাতি - ডান হাতি যুগলবন্দিতেই রানে ফেরে ভারতীয় দল। শিখর এবং মনীষ যুগলবন্দি স্কোরবোর্ডে যোগ করে ১০২ রান। এরপর দলের জন্য মূল্যবান ২৩ রান যোগ করেন নবাগত ঋষভও। 

আরও পড়ুন- স্টার বা সোনি নয়, তবে কোন চ্যানেলে দেখা‌ ‌যাবে শ্রীলঙ্কার ত্রিদেশিয় টি২০ সিরিজ?

নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত পৌঁছায় ১৭৪ রানে। ভারতের হয়ে সর্বাধিক ৯০ রান (৪৮) করেন সহ-অধিনায়ক শিখর ধাওয়ান। ৩৫ বলে ৩৭ রানের ইনিংস খেলেন মনীশ পান্ডে। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন দুশমন্ত চামিরা, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস এবং গুনাতিলকা। 

.