বছরের শেষ ওয়ানডে-তে চমক শ্রীলঙ্কার
নিউজিল্যান্ড-২৭৬/৮, শ্রীলঙ্কা-২৭৭/২ (৪৬.২ ওভার)
ওয়েব ডেস্ক: সব ভাল না হলেও শেষটা দারুণ হল শ্রীলঙ্কার। ২০১৫ সালটা শ্রীলঙ্কা ক্রিকেটের বেশ খারাপই গেল, কিন্তু বছরের শেষ দিনটা দারুণভাবে ঘুরে দাঁড়াল এই দ্বীপরাষ্ট্র। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ানডে-তে জঘন্য হারের পর নেলসন ওয়ানডেতে ঘুরে দাঁড়াল অ্যাঞ্জেলে ম্যাথাউজের দল। এটাই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে বছরের শেষ ম্যাচ। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে দেখে বোঝাই গেল না আগের দুটো ম্যাচে তারা পর্যদুস্ত হয়েছে।
এর আগের ওয়ানডে-তে শ্রীলঙ্কা অলআউট হয়ে গিয়েছিল মাত্র ১১৭ রানে, সেই রান গুপ্তিল ঝড়ে মাত্র ৮ ওভারেই তুলে নিয়েছিল কিউইরা। সেখানে আজ, তৃতীয় ওয়ানডেতে ২৭৬ রান সহজেই তাড়া করে জিতে নিল শ্রীলঙ্কা। বছরের শেষ ওয়ানডে-র নায়ক দিলশান (৯১) আর থিরিমানে (৮৭অপ)। সিরিজে এখন নিউজিল্যান্ড এগিয়ে ২-১।