দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক দুটো খাবার জোগাড় করার জন্য গরু চড়াচ্ছেন!
চাকরি নেই। রোজগার নেই। কিন্তু পেটের খিদে তো আর এই সব কথা শুনবেও না, বুঝবেও না। তাই দুটো খাবারের জন্য গরু চড়িয়েই দিন কাটছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের। অবশ্য শুধু ক্রিকেটার বললে ভুলই করা হবে। কারণ, বালাজি ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তবে, সেটা দৃষ্টিহীনদের ক্রিকেটে। হলই বা দৃষ্টিহীনদের। খেলাটার নাম তো ক্রিকেট। আর এই খেলাটা তো এ দেশে ধর্মের মতো। তাহলে কেনো সেই খেলারই এ দেশের এক ক্রিকেটার দুটো খাবার জোগার করার জন্য গরু চড়াবেন!
ওয়েব ডেস্ক: চাকরি নেই। রোজগার নেই। কিন্তু পেটের খিদে তো আর এই সব কথা শুনবেও না, বুঝবেও না। তাই দুটো খাবারের জন্য গরু চড়িয়েই দিন কাটছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের। অবশ্য শুধু ক্রিকেটার বললে ভুলই করা হবে। কারণ, বালাজি ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তবে, সেটা দৃষ্টিহীনদের ক্রিকেটে। হলই বা দৃষ্টিহীনদের। খেলাটার নাম তো ক্রিকেট। আর এই খেলাটা তো এ দেশে ধর্মের মতো। তাহলে কেনো সেই খেলারই এ দেশের এক ক্রিকেটার দুটো খাবার জোগার করার জন্য গরু চড়াবেন!
আরও পড়ুন এমন মুরগি সম্ভাবত আপনি জীবনে দেখেননি
১৯৯৮ সালে দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন বালাজি। ব্যাট ও বল দুটোতেই তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। ওই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। বালাজি তত্কালীন ভারতের রাষ্ট্রপতি কে আর নারায়ণের কাছ থেকে পুরস্কারও পেয়েছিলেন। বিশ্বকাপের পরে বালাজি ভেবেছিলেন একটা চাকরিও হয়তো জুটে যাবে তাঁর। কিন্তু ভাগ্য তাঁর এতটাও ভালো নয়। শেষে আর কোনও উপায় না পেয়ে দুটো পয়সার জন্য গরু চড়াতেই লেগে পড়লেন তিনি। প্রসঙ্গত, বালাজির জন্ম গুজরাটের এক কৃষক পরিবারেই। ২৫ টি ম্যাচ খেলে বালাজি করেছিলেন ৩,১২৫ রান। আর উইকেট নিয়েছিলেন ১২৫ টি! এখন একটা ছোট্ট ঘরে স্ত্রী আর সন্তানদের নিয়ে কোনওরকমে দিন গুজরান করছেন বালাজি দামোর। কে জানে দৃষ্টিহীন আসলে কে? বালাজি দামোর নাকি আমাদের এই সমাজ? উত্তর বোধহয় পরেরটাই ঠিক। আপনার কী মনে হয়?
আরও পড়ুন ধোনির বায়োপিক নিয়ে বোম ফাটালেন গম্ভীর!