কোপা আমেরিকার ফাইনালে দুই দলের সেরা ছয় তারকা কারা

ফুটবল টিম গেম। এগারো বনাম এগারোর লড়াই। বর্তমান ফুটবলে তারকা প্রথা ভুলে যে দলে ভারসাম্য বেশি তারাই বাজিমাত করে। তবে মেগা ম্যাচে তারকারাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন। মূহুর্তের জাদুতে বদলে যায় ম্যাচের রং। কোপার ফাইনালের আগে এক নজরে আর্জেন্টিনার ত্রিফলার দিকে।

Updated By: Jun 26, 2016, 08:32 PM IST
কোপা আমেরিকার ফাইনালে দুই দলের সেরা ছয় তারকা কারা

ওয়েব ডেস্ক: ফুটবল টিম গেম। এগারো বনাম এগারোর লড়াই। বর্তমান ফুটবলে তারকা প্রথা ভুলে যে দলে ভারসাম্য বেশি তারাই বাজিমাত করে। তবে মেগা ম্যাচে তারকারাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেন। মূহুর্তের জাদুতে বদলে যায় ম্যাচের রং। কোপার ফাইনালের আগে এক নজরে আর্জেন্টিনার ত্রিফলার দিকে।

আর্জেন্টিনার তিন তারকা

লিওনেল মেসি

দেশের হয়ে ম্যাচ-১১২

গোল-৫৫

 

গনজালো  হিগুয়েন

দেশের হয়ে ম্যাচ-৬২

গোল-৩০

 

অ্যাঞ্জেল দি মারিয়া

দেশের হয়ে ম্যাচ-৭৫

গোল-১৭

 

আর্জেন্টিনা যখন মেসিদের দিকে তাকিয়ে পিছিয়ে নেই চিলিও। মেগা ম্যাচে চিলির নজর কাদের দিকে, এক নজরে দেখে নেব।

 

চিলির তিন তারকা

 

অ্যালেক্সিস স্যাঞ্চেজ

দেশের হয়ে ম্যাচ- ১০০

গোল-৩৪

 

আর্তুরো ভিদাল

দেশের হয়ে ম্যাচ-৭৮

গোল-১৭

এডুয়ার্ডো ভার্গাস

দেশের হয়ে ম্যাচ- ৫৮

গোল-৩১

মেসি বনাম ভিদাল, হিগুয়েন বনাম ভার্গাস, দি মারিয়া বনাম স্যাঞ্চেজ। কোপার ফাইনালে এই ব্যাক্তিগত ডুয়েলগুলোই পার্থক্য গড়ে দেবে। খেতাবি ম্যাচে ব্যাক্তিগত পুরস্কার জেতারও হাতছানি থাকছে। ছটি গোল করে এবারের কোপায় সর্বোচ্চ গোলগদাতাদের তালিকায় এক নম্বরে চিলির ভার্গাস। মেসির নামের পাশে পাঁচটি গোল। চারটি গোল রয়েছে হিগুয়েনের।

.