মুম্বইয়ে ভারতের ভরাড়ুবির পরিসংখ্যান

Updated By: Oct 26, 2015, 12:47 PM IST
মুম্বইয়ে ভারতের ভরাড়ুবির পরিসংখ্যান

* ভুবনেশ্বর কুমার দিলেন ১০৬ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একজন বোলারের কাছে এটা দ্বিতীয় সবচেয়ে বেশি রান দেওয়া স্পেল। প্রথমে অস্ট্রেলিয়ার মিক লুইস। মিক ১০ ওভারে দেন ১১৩ রান।

* প্রথমবার ভারতে এসে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। গত দশ বছরে ভারতে ২২টি ওয়ানডে সিরিজ হয়। সেখানে ভারত এবার নিয়ে হারল ৪টিতে, জয় ১৭টিতে।

* একটা ওয়ানডে ইনিংসে তিনটে শতরান। ডি কক (১০৯), ফাফ দু প্লেসি (১৩৩), ডেভিলিয়ার্স (১১৯)। একই ইনিংসে তিনটে শতরানের ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার ঘটল।

* ৬১ বলে ১১৯ রান করতে ডেভিলিয়ার্স মারলেন ১১টা ছক্কা। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দুবার ১০ টার বেশি ওভার বাউন্ডারি হাঁকালেন ডেভিলিয়ার্স। এক কেলেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ছয় মারা হয়ে গেল ডেভিলিয়ার্সের। এর আগে এক ইনিংসে এবি হাঁকিয়েছিলেন ১৬টা ছক্কা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

* ইনিংসে ২০টা ওভার বাউন্ডারি মারল দক্ষিণ আফ্রিকা। পুরো ৫০ ওভারের ইনিংসে ওয়ানডেতে সর্বাধিক। এর আগে নিউজিল্যান্ড ২১ ওভারের ম্যাচে ক্যুইন্সল্যান্ডে ২২টা ছক্কা মেরেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

* এই নিয়ে ৪ বার ৬০ বলের কমে সেঞ্চুরি হাঁকালেন এবি। এটা একটা রেকর্ড। ভাঙলেন আফ্রিদির ৩ বার ৬০ বলের কমে সেঞ্চুরির রেকর্ড।

* ১৩৩ রান করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন ফাফ দু প্লেসিস। অবসৃত হয়ে মাঠ ছাড়া অবস্থায় ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চ। প্রথমে সচিন তেন্ডুলকর (১৬৩ রান, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে)।

* ২১৪ রানে হারল ভারত। ওয়ানডে ক্রিকেটে এটা ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় হার। দেশের মাটিতে সবচেয়ে বড় হার। ২০০০ সালে শারজায় ভারত হেরেছিল ২৪৫ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

* প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ৪৩৮ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান। সবচেয়ে বেশি রান শ্রীলঙ্কার ৪৪৩, নেদারল্যান্ডসের বিরুদ্ধে, ২০০৬ সালে।

* ওয়ানডেতে দ্রুততম ৬ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন আমলা। ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড। দ্রুততম ২,৩,৪ হাজারের মাইলস্টোনও আমলার দখলে।

 

.