কোন কারণে Virat Kohli-র সমালোচনায় মুখর Sunil Gavaskar?

কোহলির সব আচরণ মানতে রাজি নন সানি।    

Updated By: Jan 18, 2022, 10:38 PM IST
কোন কারণে Virat Kohli-র সমালোচনায় মুখর Sunil Gavaskar?
বিরাট কোহলিকে ফের খোঁচা দিলেন সুনীল গাভাসকর।

নিজস্ব প্রতিবেদন: ম্যাচ জেতার জন্য অনেক সময় মেজাজ হারিয়ে যায়। সেটা মেনে নিচ্ছেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তবে কেপটাউন টেস্টের তৃতীয় দিন মেজাজ হারিয়ে বিরাট কোহলি (Virat Kohli) যে কাণ্ড ঘটিয়েছিলেন সেটা একেবারেই মেনে নিতে পারছেন না সানি। বরং ডিআরএস বিতর্ক নিয়ে এ বার সদ্য প্রাক্তন অধিনায়ককে একহাত নিলেন সিনিয়র গাভাসকর।

গাভাসকর বলেন, ‘যখন আপনি দেশের হয়ে খেলছেন, যখন জয়ের জন্য নিজের সেরাটা নিংড়ে দিচ্ছেন, প্রতিটা মুহূর্তে আপনার মেজাজ হারানোর সম্ভাবনা থাকে। যদি হেঁটে যাওয়ার সময় আপনি মেজাজ হারিয়ে কিছু বলে থাকেন, সেটা অন্য বিষয় হতো। তবে যদি স্টাম্প মাইকের কাছে এগিয়ে গিয়ে এমন মন্তব্য করেন, তবে আপনার বোঝা উচিত সেটা নিয়ে আলোচনা হবে। সুতরাং এটা মোটেও ভাল দেখায়নি। এমনটা এড়িয়ে যাওয়াই যেত।‘

গাভাসকর বিষয়টা তুলে ধরেন অন্য ভাবে। এক্ষেত্রে তাঁর উপলব্ধি, যদি কোনও বিদেশি অধিনায়ক ভারতে এসে এমন আচরণ করতেন, তা হলে ভারতীয়রা কখনই সেটা মেনে নিতেন না। সুতরাং, এক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় বলেই যে কোহলির আচরণকে সমর্থন করতে হবে, এমন কোনও যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন: SAvsIND: নেতা Virat Kohli-র কোন নীতি ধরে এগোতে চাইছেন KL Rahul?

আরও পড়ুন: SAvsIND: সবার নজরে Virat Kohli, Siraj না Bhuvneshwar Kumar, কেমন হবে প্রথম একাদশ?

Virat kohli

শেষ টেস্টের তৃতীয় দিন ডিআরএস নিয়ে অখুশি ভারতীয় শিবিরকে মাঠেই হতাশা প্রকাশ করতে দেখা যায়। ডিন এলগারের আউট নিয়ে বিতর্ক বড় আকার ধারণ করে। কোহলিকে স্টাম্প মাইকের সামনে মুখ নিয়ে এসে ব্রডকাস্টারদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায়। গাভাসকর-সহ প্রায় সব বিশেষজ্ঞেরই দাবি যে, সেক্ষেত্রে আউট ছিলেন এলগার। তাই ভারতীয় ক্রিকেটারদের হতাশ হওয়া স্বাভাবিক। তবে কোহলির আচরণে মোটেও খুশি নন সানি।

তিনি আরও বলেন, ‘খেলার মাঠে মাথা গরম হতেই পারে। ফুটবল হোক, ক্রিকেট হোক বা অন্য কিছু, সব খেলাতেই মেজাজ হারাতে দেখা যায়। আমি নিশ্চিত ওরা কিছু ইঙ্গিত করতে চায়নি। তবে যদি এ ভাবে দেখেন যে, কোনও বিদেশি অধিনায়ক সরাসরি সম্প্রচারিত হচ্ছে এমন কোনও ম্যাচে স্টাম্প মাইকে এসে এমন সব কথাবার্তা বলছে, ভারতীয়দের কেমন লাগবে? আমরা কখনই সেটাকে মেনে নিতাম না।‘

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.