ফর্মুলা ওয়ান নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ

নয়ডায় ফর্মুলা ওয়ানের টিকিট বিক্রির পঁচিশ শতাংশ অর্থ সংগঠকদের আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখতে হবে। প্রমোদ কর সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই টাকা ব্যবহার করা যাবে না।

Updated By: Oct 21, 2011, 05:22 PM IST

নয়ডায় ফর্মুলা ওয়ানের টিকিট বিক্রির পঁচিশ শতাংশ অর্থ সংগঠকদের আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখতে হবে। প্রমোদ কর সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই টাকা ব্যবহার করা যাবে না। শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফর্মূলা ওয়ানকে প্রমোদ করের আওতার বাইরে রাখার জন্য সর্বোচ্চ আদালতে মামলা চলছে। তিরিশে অক্টোবর দেশের মাটিতে প্রথম ফর্মূলা ওয়ান রেসের টিকিট বিক্রি বাবদ ইতিমধ্যেই সংগঠকদের আয়ের পরিমাণ পঁচাত্তর কোটি টাকা। নয়ডার গৌতম বুদ্ধ সার্কিটের জমি সংক্রান্ত জটিলতার বিষয়টিও খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। এজন্য, চার সপ্তাহের মধ্যে উত্তরপ্রদেশ সরকার ও রেসের সংগঠকদের হলফনামা জমা দিতে বলেছে সর্বোচ্চ আদালত।

.