০.৫ সেকেন্ডর আগেই ১০০ মিটার সাঁতার শেষ করে ইনি এখন ইন্টারনেটের 'হট কেক'

অলিম্পিকের কিছু চির ঐতিহাসিক ছবিগুলোর মধ্যে এটা অবশ্যই একটা। 

Updated By: Aug 9, 2016, 05:50 PM IST
০.৫ সেকেন্ডর আগেই ১০০ মিটার সাঁতার শেষ করে ইনি এখন ইন্টারনেটের 'হট কেক'

ওয়েব ডেস্ক: অলিম্পিকের কিছু চির ঐতিহাসিক ছবিগুলোর মধ্যে এটা অবশ্যই একটা। 

 

২০১৬ রিও অলিম্পিকে চিনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলেন ২০ বছরের সাঁতারু ফু। সেমিফাইনালে বিশ্বসেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে ফু গোটা স্টেডিয়ামের মন তো জিতেইছেন সঙ্গে দেশের সেনসেশনও হয়ে উঠেছেন। ইন্টারনেট তাঁর জয়ী হওয়ার পর রিঅ্যাকশন দেখে হেসে লুটোপুটি খাচ্ছে। ভেবেছিলেন ৫৯ সেকেন্ডে ১০০ মিটারের ইভেন্ট শেষ করবেন। শেষে শেষ করলেন ৫৮.৯৫ সেকেন্ডে। আর এই ০.৫ সেকেন্ড আগে শেষ করেলন বলেই ২০১৬ রিও অলিম্পিকে পদক জিতেছেন চিনের সাঁতারু ফু। যুগ্ম তৃতীয় হয়েছেন তিনি। কানাডার কেইলি মাসেসের সঙ্গেই তৃতীয় স্থানে ইভেন্ট শেষ করে ব্রোঞ্জ জিতেছেন তিনি। 

তবে ইন্টারনেটে তাঁকে নিয়ে এত হৈ চৈ কেন? কারণটা হল, তিনি যে জিতেছেন এটাই তাঁর বিশ্বাস হচ্ছিল না। সাংবাদিক যখন তাঁকে প্রশ্ন করে, 'আপনি জয়ী', ফু তখন সাংবাদিককেই পাল্টা প্রশ্ন করেন, 'আমি জয়ী, সত্যি। আমি এত দ্রুত'? তখনকার ক্যামেরাবন্দি রিঅ্যাকশনগুলো সোশ্যাল নেটওয়ার্কে পৌঁছাতেই তা ভাইরাল।

 

.