Syed Mushtaq Ali T20: Sudip Chatterjee-র ব্যাটে সার্ভিসেসকে বড় ব্যবধানে হারালেও চাপে বাংলা?
কর্নাটকের বিরুদ্ধে জিততে মরিয়া বাংলা।
নিজস্ব প্রতিবেদন: সার্ভিসেসকে বড় ব্যবধানে হারালেও স্বস্তিতে নেই বাংলা (Bengal)। চলতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি (Syed Mushtaq Ali T20) প্রতিযোগিতায় কঠিন অঙ্কের সামনে দাঁড়িয়ে রয়েছে বঙ্গব্রিগেড। ছত্তিশগড় ও বরোদার বিরুদ্ধে জোড়া জয় পেলেও, মুম্বইয়ের বিরুদ্ধে ১০ রানে হেরে নিজেদের কাজ কঠিন করে তুলেছে অরুণ লালের (Arun Laal) ছেলেরা। তাই এমন অবস্থায় অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ের (Sudip Chatterjee) অর্ধ শতরানের (২৮ বলে ৫০) সৌজন্যে, ৯ উইকেটে জয়ের পরেও, ড্রেসিংরুমে চিন্তার বাতাবরণ।
৪ ম্যাচে ৪টি জয় পেয়ে শীর্ষে থাকা মনীশ পান্ডের কর্নাটকের ঝুলিতে ১৬ পয়েন্ট। ৪ ম্যাচে ৩টি জয়ের সুবাদে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে বাংলা। সেখানে ৪ ম্যাচে ২টি জয় ও ২টি হারের পর ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অজিঙ্ক রাহানের মুম্বই। মঙ্গলবার লিগের শেষ ম্যাচে সকাল ৮টায় বরোদার বিরুদ্ধে খেলবে মুম্বই। অন্যদিকে দুপুরের দিকে কর্নাটকের মুখোমুখি হবে বাংলা। রাহানে-পৃথ্বী শাহরা যদি ক্রুনাল পান্ডিয়ার দলের বিরুদ্ধে হেরে যায়, তাহলে বাংলা শেষ ম্যাচে হারলেও নকআউটে চলে যাবে। সেক্ষেত্রে মুম্বই থেমে যাবে ৮ পয়েন্টে। তবে মুম্বই প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেলে বাংলার কাছে শেষ ম্যাচ আরও চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে পরের রাউন্ডে যেতে হলে ঋদ্ধিমান সাহাদের শেষ ম্যাচ জিততেই হবে। যেহেতু মুম্বই ১০ উইকেটে বাংলার বিরুদ্ধে জিতেছিল, তাই বরোদার বিরুদ্ধে হারলেও 'হেড টু হেড'-এর বিচারে শেষ চারে চলে যাবে মুম্বই। কিন্তু বাংলা যদি কর্নাটককে হারিয়ে দেয় তাহলে অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। ৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে নকআউটে যেতে কোনও বাধা থাকবে না।
আরও পড়ুন: IPL 2022: Virat Kohli-র পরিবর্তে Royal Challengers Bangalore-এর অধিনায়ক কে?
তাই ৫৫ বল বাকি থাকতে জয়ের পরেও চিন্তায় সুদীপ। বললেন, "মুম্বইয়ের বিরুদ্ধে ১০ রানে হার এখনও তাড়া করে বেড়াচ্ছে। তাই সার্ভিসেসকে হারালেও চিন্তা কমছে না। কর্নাটককে হারাতেই হবে। মঙ্গলবার জিততে পারলে প্রতিপক্ষের দিকে তাকিয়ে থাকতে হবে না। গত ম্যাচ হারের পর সার্ভিসেসের বিরুদ্ধে স্পিনাররা দারুণ পারফরম্যান্স করেছে। ওদের কম রানে আটকে দিয়ে, আমরা নেট রানরেট বাড়ানোর জন্য দ্রুত রান তুলে ম্যাচ জিতে যাই। তবে এখানেই থামলে চলবে না। কর্নাটকের বিরুদ্ধেও একই রকম ভাবে পারফরম্যান্স করতে হবে।"
সোমবার গুয়াহাটির বারশাপাড়া স্টেডিয়ামে টস জিতে সার্ভিসেসকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলা। নির্ধারিত ২০ ওভারে সার্ভিসেস ৮ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান তোলে। ১৬ রানে ২টি উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। ১০ রানে ১টি উইকেট নেন আকাশ দীপ। শাহবাজ আহমেদ ১৪ রানে ১টি উইকেট নিয়েছেন । ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, করণ লাল ও মুকেশ কুমার ১টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে ১০.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯১ রান তুলে নেয় বাংলা। সুদীপ ৮টি চার ও ১টি ছক্কার উপর ভর করে ২৮ বলে ৫০ রান করেন। এই নিয়ে চলতি প্রতিযোগিতায় দ্বিতীয় অর্ধ-শতরান করলেন সুদীপ। এর আগে ছত্তিশগড়ের বিরুদ্ধে অর্ধ শতরান করেছিলেন এই বাঁহাতি। অভিমন্যু ঈশ্বরণ ৩২ ও শাহবাজ ৮ রান করে অপরাজিত থাকেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)