মুম্বইয়ের হয়ে অভিষেক সচিনপুত্র Arjun-এর
মুম্বই সিনিয়র দলের হয়ে অভিষেকটা মোটেই ভাল হল না অর্জুনের। হরিয়ানার কাছে ম্যাচটি হেরে যায় মুম্বই।
নিজস্ব প্রতিবেদন: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে মুম্বই সিনিয়র দলে অভিষেক হল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের। মুস্তাক আলিতে এলিট E গ্রুপের ম্যাচে মুম্বইয়ের BKC গ্রাউন্ডে ২১ বছর বয়সী অর্জুনের অভিষেক হওয়ার সঙ্গে সঙ্গেই আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন। অর্থাত্ এবার থেকে নিলামে অংশ নিতে পারবেন তিনি।
Mumbai - Playing XI #HARvMUM #SyedMushtaqAliT20 pic.twitter.com/ftXUbgVtMK
— BCCI Domestic (@BCCIdomestic) January 15, 2021
Here's the exclusive video of Arjun Tendulkar getting his first wicket!!
Wicket on debut #SyedMushtaqAliT20 #SyedMushtaqAliTrophy pic.twitter.com/fyB6rP16qq
— Vinesh Prabhu (@vlp1994) January 15, 2021
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের ২২ জনের স্কোয়াডে ছিলেন অর্জুন। আজ হরিয়ানার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামলেও একটি বলও খেলতে পারেননি তিনি। আর ৩ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। অভিষেকেই সিকে বিষ্ণই-এর উইকেট তুলে নেন অর্জুন। কিন্তু মুম্বই সিনিয়র দলের হয়ে অভিষেকটা মোটেই ভাল হল না অর্জুনের। হরিয়ানার কাছে ম্যাচটি হেরে যায় মুম্বই।
আরও পড়ুন- Ind vs Aus: এক সিরিজে ২০ ক্রিকেটার, বর্ডার-গাভাসকর ট্রফিতে নজির Team India-র
গত কয়েক বছর ধরেই মুম্বই-এর বয়স ভিত্তিক দলের হয়ে খেলতে দেখা গিয়েছে অর্জুনকে। শুধু তাই নয় অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলেরও প্রতিনিধিত্ব করেছেন সচিনপুত্র। পাশাপাশি টিম ইন্ডিয়ার নেটেও বোলিং করতে দেখা গিয়েছে তাঁকে। ২০২০ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের শিবিরেও দেখা গিয়েছে তাঁকে। নেট বোলার হিসেবে ছিলেন তিনি।
আরও পড়ুন- Syed Mushtaq Ali Trophy: হায়দরাবাদকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাংলার