Afghanistan Cricket: আতঙ্কের আফগানিস্তানেই হবে ক্রিকেট! অনুমতি দিল Taliban

ক্ষমতা কায়েমের পর প্রথম টেস্ট ম্যাচের অনুমতি দিল তালিবান

Updated By: Sep 1, 2021, 07:58 PM IST
Afghanistan Cricket: আতঙ্কের আফগানিস্তানেই হবে ক্রিকেট! অনুমতি দিল Taliban

নিজস্ব প্রতিবেদন: আতঙ্কের আফগানিস্তানেই (Afghanistan) হবে ক্রিকেট ম্যাচ (Cricket)। পাকাপাকিভাবে ক্ষমতা কায়েমের পর এবার অনুমতি দিল তালিবান (Taliban)। ১৫ অগাস্ট আফগানিস্তান কবজা করার পর  এই প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচের (1st Test Cricket Match) অনুমতি দিল তালিবান। নির্ধারিত সময় মেনেই অনুষ্ঠিত হবে ম্যাচ। যদিও মহিলা ক্রিকেট (Women Cricket) নিয়ে আশঙ্কার মেঘ কাটছে না।

তালিবানের সাংস্কৃতিক কমিশনের ডেপুটি প্রধান আহমাদ্দুল্লা ওয়াশিক জানান, আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ সূচি অনুযায়ীই চলবে। ক্রিকেট বোর্ডের সিইও  হামিদ সিনওয়ারি জানান, তালিবানরা ক্রিকেট খেলা পছন্দ করে। তাই দেশের ক্রিকেটে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না। যদিও মহিলা ক্রিকেট পুরোপুরি বন্ধই। তালিবান আতঙ্কে মহিলাদের অনেকেই দেশছাড়া।  

আরও পড়ুন: Lionel Messi: মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি আগামীর তারকার হাতে তুলে দিল বার্সেলোনা

এরই মধ্যে আফগানিস্তানের মহিলা ক্রিকেট দলের সদস্যা রোয়া শামিম (Roya Samim) আইসিসির (ICC) বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি ও তাঁর বোন কোনওক্রমে আফগানিস্তান থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিয়েছেন। যদিও এই পরিস্থিতিতে কিচ্ছু করার নেই বলেই জানিয়েছে আইসিসি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.