সিডনিতে মুষলধারায় বৃষ্টি, ভেস্তে গেল সেমি ফাইনাল; বিশ্বকাপ ফাইনালে ব্লু ব্রিগেড

মঙ্গলবার থেকে সিডনিতে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। বুধবার প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে সিডনিতে। বৃহস্পতিবারও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Mar 5, 2020, 10:54 AM IST
সিডনিতে মুষলধারায় বৃষ্টি, ভেস্তে গেল সেমি ফাইনাল; বিশ্বকাপ ফাইনালে ব্লু ব্রিগেড

নিজস্ব প্রতিবেদন: আশঙ্কাই সত্যি হল, বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ। এক বলও গড়াল না সিডনিতে। ম্যাচ না খেলেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিডনিতে বৃষ্টিতে পণ্ড হয়ে গেল আইসিসি ওমেন'স টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি। বৃষ্টির জন্য সেমি ফাইনাল ভেস্তে যাওয়ায় ফাইনালে চলে গেল হরমনপ্রীত কৌর এবং কোম্পানি।

সেমি ফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে-নেই।  এদিকে আইসিসির নিয়ম বলছে, সেমি ফাইনাল ম্যাচ না হলে গ্রুপ পর্বে যে দলের পয়েন্ট বেশি ছিল তারাই জয়ী হবে। ভারতীয় দল গ্রুপ শীর্ষে থেকে সেমিতে উঠেছে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউ জিল্যান্ড এবং শ্রীলঙ্কাকে হারায় স্মৃতি, শেফালিরা। গ্রুপের চারটি ম্যাচই জিতেছিল হ্যারিরা। তাই বৃষ্টির জন্য ম্যাচ পণ্ড হওয়ায় ফাইনালে চলে গেল ব্লু ব্রিগেড।

মঙ্গলবার থেকে সিডনিতে মুষলধারায় বৃষ্টি শুরু হয়। বুধবার প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে সিডনিতে। বৃহস্পতিবারও সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সিডনির স্থানীয় সময় অনুযায়ী দুপুর ৩:০০ টে (ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিট) থেকে ভারত-ইংল্যান্ড সেমি ফাইনাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। সেই মতো টস হওয়ার কথা ছিল সিডনির স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২:৩০ মিনিটে (ভারতীয় সময় সকাল ৯:০০ টায়)।  কিন্তু টস তো দূর অস্ত ম্য়াচ হওয়া নিয়ে অনিশ্চয়তা তখনই তৈরি হয়ে যায়। অন্তত  ১০-১০ ওভার করে ম্যাচ করা সম্ভব হলে  ভারত-ইংল্যান্ড সেমি ফাইনালের ম্যাচ শুরুর কাট অফ টাইম ছিল সিডনির স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪:৫১ মিনিট (ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১:২১ মিনিট)। তার ১৫ মিনিট আগে হবে টস অর্থাত্ ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১:০৬ মিনিটে টস হওয়ার কাট অফ টাইম ছিল। কিন্তু বৃষ্টি থামার কোনও লক্ষণ দেখা যায়নি সিডনিতে। আম্পায়াররা মাঠ পরিদর্শনের পর শেষ পর্যন্ত ভারতীয় সময় সকাল ১০:৪০ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হল।

রও পড়ুন - I LEAGUE 2019-20: চেন্নাইয়ের বিরুদ্ধে জিতলেই নজির গড়বে মোহনবাগান

.