Jemimah Rodrigues : চোট পেয়ে ছিটকে গেলেন জেমিমা, মাথায় হাত হরমনপ্রীতের!
Jemimah Rodrigues : বার্মিংহ্যামে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে রুপোর পদক জয়ী ভারতীয় দলে দারুণ পারফরম্যান্স করেছিলেন জেমিমা। পাঁচ ম্যাচে ১৪৬ রান করেছিলেন তিনি। জেমিমার অনুপস্থিতিতে নর্দান সুপারচার্জার্স দলে একটা শূন্যতা তৈরি হল। কারণ গত বছর উদ্বোধনী মরসুমে তিনি তাদের সর্বোচ্চ স্কোরার ছিলেন। ১৫১ স্ট্রাইক রেটে সাত ইনিংসে ২৪৯ রান করেছিলেন জেমিমা। ফলে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার গেটার ডেন ভ্যান নিকের্ক যিনি ওভাল ইনভিন্সিবলসের হয়ে নয় ম্যাচে ২৫৯ রান করেছিলেন।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের (ENGW vs INDW) বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজের দলে তিনি আছেন। এই মুহূর্তে ভারতের মহিলা (Indian Womens Cricket Team) দলে অপরিহার্য জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues)। তবে প্রমীলাবাহিনীর দল ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগে খারাপ খবর পেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। কারণ কব্জির চোটের জন্য ইংল্যান্ডে চলতি দ্য হান্ড্রেড (The Hundred) প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন জেমিমা। জেমিমা চলতি মরসুমে নর্দান সুপারচার্জার্সের (Northern Superchargers) প্রতিনিধিত্ব করছিলেন। তবে মাত্র দুটি ম্যাচ খেলেই তাঁকে সরে যেতে হল। যদিও জেমিমার দাবি তাঁর চোট গুরুতর নয়। জেমিমার জায়গায় নর্দান সুপারচার্জার্স গ্যাবি লুইসকে দলে নিয়েছে।
ওভাল ইনভিনসিবলসের বিরুদ্ধে খেলতে গিয়ে ২১ বছর বয়সী মহিলা ক্রিকেটার ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন। টুর্নামেন্টের শুরুতেই দাপট দেখিয়েছিলেন জেমিমা। যদিও নিজের দ্বিতীয় ম্যাচে দুই রান করে আউট হয়ে যান। চোট পাওয়ার পর টুইটারে জেমিমা লিখেছেন, 'নর্দান সুপারচার্জার্সের সমর্থকদের একটা খবর জানাতে চাই। হাতের চোটের জন্য শেষ পর্যন্ত দ্য হাড্রেড প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিলাম। এই মরসুমে আমাকে আর এই প্রতিযোগিতায় দেখা যাবে না। তবে ভাল খবর হল চোট গুরুতর নয়। আশাকরি খুব দ্রুত পুরো ফিট হয়ে ফিরে আসব। সবাইকে অনেক ধন্যবাদ।'
— Jemimah Rodrigues (@JemiRodrigues) August 19, 2022
আরও পড়ুন: Jhulan Goswami, ENGW vs INDW: ৩৯ বছরে কামব্যাক করলেন 'চাকদহ এক্সপ্রেস'
আরও পড়ুন: Manisha Kalyan : প্রথম ভারতীয় মহিলা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলে ইতিহাস গড়লেন মণীশা
T20I Squad:
Harmanpreet Kaur (C), Smriti Mandhana (VC), Shafali Verma, Deepti Sharma, Pooja Vastrakar, Jemimah Rodrigues, Sneh Rana, Renuka Thakur, Meghna Singh, Radha Yadav, S Meghana, Taniyaa Bhatia (WK), R Gayakwad, D Hemalatha, Simran Dil Bahadur, Richa Ghosh (WK), KP Navgire— BCCI Women (@BCCIWomen) August 19, 2022
বার্মিংহ্যামে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে রুপোর পদক জয়ী ভারতীয় দলে দারুণ পারফরম্যান্স করেছিলেন জেমিমা। পাঁচ ম্যাচে ১৪৬ রান করেছিলেন তিনি। জেমিমার অনুপস্থিতিতে নর্দান সুপারচার্জার্স দলে একটা শূন্যতা তৈরি হল। কারণ গত বছর উদ্বোধনী মরসুমে তিনি তাদের সর্বোচ্চ স্কোরার ছিলেন। ১৫১ স্ট্রাইক রেটে সাত ইনিংসে ২৪৯ রান করেছিলেন জেমিমা। ফলে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার গেটার ডেন ভ্যান নিকের্ক যিনি ওভাল ইনভিন্সিবলসের হয়ে নয় ম্যাচে ২৫৯ রান করেছিলেন।
ODI Squad:
Harmanpreet Kaur (C), Smriti Mandhana (VC), Shafali Verma, S Meghana, Deepti Sharma, Taniyaa Bhatia (WK), Yastika Bhatia (WK), Pooja Vastrakar, Sneh Rana, Renuka Thakur, Meghna Singh, R Gayakwad, H Deol, D Hemalatha, Simran Dil Bahadur, Jhulan Goswami, J Rodrigues— BCCI Women (@BCCIWomen) August 19, 2022
একনজরে ভারতের মহিলা দল :
ভারতের টি-টোয়েন্টি দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, জেমিমা রড্রিগেজ, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাধা যাদব, সাব্বিনেনি মেঘনা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), ডি হেমলতা, সিমরান দিল বাহদুর, রিচা ঘোষ (উইকেটকিপার) এবং কে পি নভগিরে।
ভারতের একদিনের দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ অধিনায়ক), সাব্বিনেনি মেঘনা, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়, হারলিন দেওল, ডি হেমলতা, সিমরান দিল বাহাদুর, ঝুলন গোস্বামী এবং জেমিমা রড্রিগেজ।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)