India Cricket Team | ICC Champions Trophy 2025: বাদ পড়ল বহু চর্চিত নাম! চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত, খেলতে পারবেন বুমরা?
India Cricket Team | ICC Champions Trophy 2025: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে চোট কাটিয়ে মহম্মদ শামি কি দলে ফিরতে পারবেন? বুমরার চোটেরই বা কী অবস্থা? দলের মধ্যে রয়েছে বহু নতুন মুখ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষমেশ প্রকাশ্যে এল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির টিম ইন্ডিয়ার স্কোয়াড। পরের মাস অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে। এই স্কোয়াডে যেমন রয়েছে নানান চমক। তেমনই বাদ পড়ল বেশকিছু বড় ক্রিকেটারের নামও। ১৫ জনের দলে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা সেটি আগেই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক সম্মেলনে ভারতের দল ঘোষণা করলেন।
India's squad for the #ChampionsTrophy 2025 announced!
Drop in a message in the comments below to cheer for #TeamIndia pic.twitter.com/eFyXkKSmcO
— BCCI (@BCCI) January 18, 2025
ওয়ান ডে'র দলে প্রথম বার নিজের নাম নথিভুক্ত করলেন যশস্বী জয়সওয়াল। দলের অধিনায়ক শুভমন গিল। তিনি রোহিতের সঙ্গে ওপেনিং করবেন। এবং ফার্স্ট ডাউন করবেন যশস্বী। তিন নম্বরে নামার কথা বিরাটের। উইকেট কিপার হিসাবে ঋষভ পন্থ রয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে রাহুলের উপর ভরসা রাখছে দল।
আরও পড়ুন: ভারত Vs দক্ষিণ আফ্রিকা, প্রথমবার খো খো বিশ্বকাপের সেমিফাইনাল...
অলরাউন্ডার হিসাবে রয়েছে হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর। উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরা। যদিও মনে করা হয়েছিল বুমরার ফিটনেস নিয়ে মনে করা হয়েছিল নির্বাচকরা কিছু বলবেন। কিন্তু সেই বিষয়ে কিছুই জানাইনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)