চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন থিও ওয়ালকট

ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার থিও ওয়ালকট চোটের কারণে এবারের বিশ্বকাপে খেলতে পারবেন না। গতবারও ওয়ালকট বিশ্বকাপে খেলতে পারেননি। আর্সেনালের হয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে খেলতে নেমে হাঁটুর লিগ্যামেন্ট ছিঁড়ে যায় ওয়ালকটের।

Updated By: Jan 7, 2014, 11:45 AM IST

ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার থিও ওয়ালকট চোটের কারণে এবারের বিশ্বকাপে খেলতে পারবেন না। গতবারও ওয়ালকট বিশ্বকাপে খেলতে পারেননি। আর্সেনালের হয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে খেলতে নেমে হাঁটুর লিগ্যামেন্ট ছিঁড়ে যায় ওয়ালকটের।

সোমবার আর্সেনাল ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় হাঁটুর চোটের কারণে ওয়ালকট ৬ মাস মাঠের বাইরে থাকবেন। তাঁর মানে দাঁড়াল জুন মাস থেকে শুরু হতে চলা বিশ্বকাপে খেলার আর কোনও সম্ভাবনা নেই ২৪ বছরের তারকা এই স্ট্রাইকারের।

এফএ কাপের ম্যাচে টটেনহ্যামের বিরুদ্ধে ২-০ গোলে জেতা ম্যাচের শেষের দিকে ড্যানি রোসের সঙ্গে সংঘর্ষ হয় ওয়ালকটের। এরপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। কিছু পরে স্ট্রেচারে বসে মাঠ ছাড়তে হয় তাঁকে। ইংল্যান্ডের হয়ে ৩৬টি ম্যাচ খেলেছেন ওয়ালকট।

মাত্র ১৭ বছর ৭৫ দিনের মাথায় ইংল্যান্ড সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে রেকর্ড গড়েন ওয়ালকট। ইংল্যান্ডের হয়ে সবচয়ে কম বয়েসে হ্যাটট্রিক করার রেকর্ডও তাঁর দখলে।

ওয়ালকটের চোটের খবরে ইংল্যান্ড জুড়ে হতাশা। রুনির সঙ্গে জুটি বেধে ওয়ালকট এবারের ব্রাজিল বিশ্বকাপে কাঁপিয়ে দেবেন এমন ভবিষ্যতবাণী। কিন্তু `ছোট রুনি`র চোটে হতাশ সবাই। প্রসঙ্গত, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ঠিক আগে ওয়ালকটকে দল থেকে বাদ দিয়ে দেন কোচ কাপালো।

ব্রাজিল বিশ্বকাপে শুরুতেই বেশ শক্ত গ্রুপে পড়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের গ্রুপে আছে উরুগুয়ে, ইতালির মত শক্তিশালী প্রতিপক্ষ দেশ। রয়েছে কোস্টারিকা। একে শক্ত গ্রুপ, তারওপর আবার তারকা স্ট্রাইকারের না থাকা, সব মিলিয়ে ইংল্যান্ডের খবর শুভ ঠেকছে না।

.