IPL 2025 Auction: ছ'বছর জাতীয় দলে ব্রাত্য, দাম পেলেন ১০.৭৫ কোটি! এক দশক পর নতুন সংসারে 'সুইং কিং'

Bhuvneshwar Kumar Sold To RCB For 10.75 crore:  ছ'বছর জাতীয় দলে ব্রাত্য এই তারকা। আইপিএল নিলামে পেয়ে গেলেন  ১০.৭৫ কোটি!   

Updated By: Nov 25, 2024, 05:44 PM IST
IPL 2025 Auction: ছ'বছর জাতীয় দলে ব্রাত্য, দাম পেলেন ১০.৭৫ কোটি! এক দশক পর নতুন সংসারে 'সুইং কিং'
১০.৭৫ কোটি পেলেন ভুবনেশ্বর কুমার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের জেদ্দায় বসেছে দু'দিনের আইপিএল মেগা নিলামের (IPL 2025 Auction) আসর । ৫৭৪ জন ক্রিকেটার নিলামে। দু’দিনে ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির দল নির্ধারণ হবে। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় রয়েছেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও রয়েছেন। ক্যাপড বিদেশি ১৯৩ জন ও  আনক্যাপড বিদেশি ১২ জন। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড় রয়েছেন তালিকায়। নিলামের প্রথম দিনেই ঝড় উঠে গিয়েছে। বিদেশি নয়, দেশি ক্রিকেটারদের নিয়েই চলেছে তুমুল কাড়াকাড়ি। দ্বিতীয় দিনেও শিরোনামে ভারতীয় ক্রিকেটাররাই। এবার লাইমলাইটে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)!

বছর তেত্রিশের উত্তরপ্রদেশের জোরে বোলার এক সময়ে ছিলেন ভারতীয় ক্রিকেটের 'সুইং কিং', চোট-আঘাতে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হতে পারেনি। কোনও অজানা কারণেই তিনি জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন। শেষবার ভারতের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছিলেন ২০২২ সালে। এখন খেলেন ঘরোয়া ক্রিকেট ও আইপিএল। আর এহেন ভুবিই আইপিএল নিলামে চমকে দিলেন। তাঁকে  ১০.৭৫ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি। মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়েন্টস ভুবিকে নিতে দীর্ঘ লড়াই চালিয়েছিল। তবে পরে ময়দানে নেমে কিস্তিমাত করে আরসিবি।

আরও পড়ুন:  নীতা মুখ ফেরাতেই 'অবাধ‍্য'কে আপন কাব্যর! ১১.২৫ কোটিতে কমলা শিবিরে 'পকেট ডায়নামো'

ভুবনেশ্বর ২১টি টেস্ট (৬৩ উইকেট), ১২১টি (১৪১ উইকেট) একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৮৭টি (৯০ উইকেট) টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। লাল বলে আগুন জ্বালিয়ে দিতে পারা বোলারকে ছ'বছর আগে শেষবার দেখা গিয়েছিল টেস্টে। আরসিবি-র হয়েই কিন্তু ভুবনেশ্বর তাঁর আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন ২০০৯ সালে। কিন্তু দুই বছর টিমে থেকেও কোনও ম্য়াচ খেলার সুযোগ পাননি এই পেসার। সেই আরসিবিই তাঁকে বিপুল টাকা দিয়ে নিল। ১৫৬ শতাংশ পে রাইস পেলেন তিনি। 

২০১১ সাল থেকে ভুবির আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল। অধুনা লুপ্ত পুণে ওয়ারিয়র্সে তিনি গিয়েছিলেন আরসিবি থেকে। সেখানেও তিন মরসুমে তাঁর বলার মতো কিছু নেই। তবে ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়েই জাতীয় দলের ফাস্ট বোলারের ভাগ্য় ঘুরে যায়। ২০২৪ পর্যন্ত তিনি ছিলেন নিজামের শহরে। পাওয়ারপ্লে ও ডেথ ওভারে ভুবি কামাল করেছেন। প্রথম চার মরসুমে টানা ১৮টি করে উইকেট নিয়েছেন। ২০১৬ সালে ও ২০১৭ সালে টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারি হয়ে পেয়েছিলেন পার্পল ক্য়াপও। ২০১৬ সালে কমলা বাহিনীর সঙ্গে জিতেছেন আইপিএল। ১৭৬ আইপিএল ম্য়াচে ১৮১ উইকেট রয়েছে ভুবির। সানরাইজার্স হায়দরাবাদ এবার হেনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা ও নীতীশ কুমার রেড্ডিকে ধরে রেখেছিল। ভুবিকে তারা ছেড়ে দেয়। এক দশক পর নতুন সংসারে 'সুইং কিং'। খেলবেন বিরাট কোহলির সঙ্গে।

আরও পড়ুন: বেস প্রাইসের ১২ গুন দাম দিলেন শাহরুখরা ! ২৩.৭৫ কোটিতে কলকাতায় ৬ ফুট ৪ ইঞ্চির স্টার!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.