থুতু-লালা ছাড়াই বল সুইং করার টোটকা দিলেন শেন ওয়ার্ন

কিন্তু লালার ব্যবহার না করেও বলের সুইং রাখা সম্ভব বলে মনে করেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: May 5, 2020, 06:34 PM IST
থুতু-লালা ছাড়াই বল সুইং করার টোটকা দিলেন শেন ওয়ার্ন

নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তীকালে থুতু বা লালা দিয়ে ক্রিকেটাররা আর হয়তো বলের পালিশ উজ্জ্বল রাখতে পারবেন না-এনিয়ে আইসিসি নতুন করে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে।

আসলে লালা কিংবা থুতুর মধ্যে দিয়ে রোগ-জীবানু ছড়িয়ে পড়ার সম্ভবনা বেশি থাকে। তাই করোনা পরবর্তী সময়ে বলে থুতু কিংবা লালা লাগানো বন্ধ হতে চলেছে? ক্রিকেট বিশ্ব যখন এই প্রশ্নে তোলপাড় হচ্ছে তখন অস্ট্রেলিয়ার বল প্রস্তুতকারক সংস্থা কোকাবুরা বাজারে নিয়ে আসছে মোমের মলম।

কিন্তু লালার ব্যবহার না করেও বলের সুইং রাখা সম্ভব বলে মনে করেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। সবাই যখন থুত-লালা-ঘাম-এই সবের বিকল্প খুঁজছে  তখন মোক্ষম টোটকা দিলেন ওয়ার্ন। তাঁর পরামর্শ হল, ট্যাপড টেনিস বলের মতো  ক্রিকেট বলের একটা দিক অতিরিক্ত ভারি করে দিলেই বল সবসময়ই সুইং করবে। ফলে লালা কিংবা থুতু বা ঘামের আর প্রয়োজন হবে না। তবে বল ট্যাম্পারিংয়ের ঘোর বিরোধিতা করেছেন ওয়ার্ন।

আরও পড়ুন - সব জলে গেল! লকডাউনে মদের দোকানে ভিড় দেখে রেগে লাল ভাজ্জি

.