Tokyo Olympics 2020: কখন, কোথায়, কীভাবে দেখবেন অলিম্পিক ইভেন্ট? জেনে নিন বিশদে
উদ্বোধনী অনুষ্ঠান কোথায় দেখতে পাবেন?
নিজস্ব প্রতিবেদন: অবশেষে দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান। করোনার দাপটের মাঝেই শুক্রবার সকালে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক ২০২০ (Tokyo Olympic 2020)। করোনার জন্য গত বছর পিছিয়ে যায় অলিম্পিক। বাতিলের দাবিতে জাপানজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হলেও সম্পূর্ণ ঘেরাটোপে শুরু হচ্ছে এবছরের অলিম্পিক। কোথায়, কখন, কীভাবে দেখবেন প্রথম দিনের খেলা ও উদ্বোধনী অনুষ্ঠান (Opening Ceremony)? জেনে নিন বিশদে।
কোথায়, কবে অলিম্পিক ২০২০ হবে?
অলিম্পিকের সমস্ত গেমস হবে জাপানের রাজধানী টোকিওতে। ২৩ জুলাই থেকে শুরু হয়ে অলিম্পিক চলবে ৮ই অগাস্ট পর্যন্ত।
ভারতে অনলাইন লাইভ Tokyo Olympics কীভাবে দেখবেন?
অনলাইনে SonyLiv অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ দেখতে পারবেন অলিম্পিক গেমস।
শুক্রবার কখন শুরু হবে Tokyo Olympics 2020?
ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে প্রি-অলিম্পিক ইভেন্ট।
Tokyo Olympics 2020 এর উদ্বোধনী অনুষ্ঠান কখন?
টোকিওতে Japan National Stadium এ ভারতীয় সময় অনুসারে বিকেল সাড়ে চারটেয় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
টিভিতে কোথায় দেখতে পাবেন Tokyo Olympic 2020?
Sony Sports Network-ই একমাত্র টোকিও অলিম্পিক ২০২০ এর সমস্ত আপডেট ভারতে সম্প্রচার করতে পারবে। Sony TEN 1 ও Sony TEN 2 তে ইংরেজি ধারাভাষ্য ও Sony TEN 3 তে হিন্দি ধারাভাষ্যে সম্প্রচারিত হবে সমস্ত ইভেন্ট। Sony Liv অ্যাপেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
আরও পড়ুন: Tokyo Olympics: ভারতীয়রা কে কখন নামবেন, কার কখন ইভেন্ট, রইল তালিকা
আরও পড়ুন: Tokyo Olympics: উদ্বোধনের আগেই তীরন্দাজি, শুরুতেই বাংলার অতনু, স্ত্রী দীপিকাও