Tokyo Olympics 2020: বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে দেশের মেয়ে Lovlina Borgohain
পদক থেকে আরেক ধাপ দূরে দেশের মেয়ে।
নিজস্ব প্রতিবেদন: বক্সিংয়ে ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন আসামের মেয়ে লভলিনা বোর্গোহায়েন (Lovlina Borgohain)। মঙ্গলবার টোকিও অলিম্পিক্সের পঞ্চম দিনে অসমের মেয়ে লভলিনা রিংয়ে ঝলসালেন। ৬৯ কেজি বিভাগে জার্মানির আপেতজ নাদিনকে ৩-২ হারিয়ে শেষ আটে উঠলেন লভলিনা।
Onwards!
Power packed punching from Lovlina Borgohain lands her a last eight slot as she wins 3-2 against Nadine Apetz of #GER in the women's 69kg welterweight category! #IND #Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | @LovlinaBorgohai pic.twitter.com/Y9rserNmyR
(@Tokyo2020hi) July 27, 2021
আরও পড়ুন: Mirabai Chanu: খুদে 'চানু'তে মোহিত দেশের 'রুপোর মেয়ে' নিজেই, দেখুন ভিডিয়ো
পদক থেকে আরেক ধাপ দূরে দেশের মেয়ে। মেরি কমের পর দেশবাসী এবার লভলিনাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিলেন। ২৩ বছরের গোলাঘাটের মেয়ে দু'বারের বিশ্ব ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী। দেশের অর্জুন পুরস্কার জয়ী বক্সার আগামী ৩০ জুলাই রিংয়ে নামবেন চিনা তাইপেই নিয়েন-চিন চেনের বিরুদ্ধে। যিনি এই ইভেন্টের চতুর্থ বাছাই ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)