বিদ্যুত্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বাংলার প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়ের
গের বাজারের তৃণাঙ্কুর বিভাগ বদলের জন্য বার বার আবেদন করেছিলেন রেল কর্তৃপক্ষের কাছে। কিন্তু দীর্ঘদিন টালবাহানার পর আর সেটা হয়নি।
নিজস্ব প্রতিবেদন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল বাংলার ব্যাডমিন্টন খেলোয়াড় তৃণাঙ্কুর নাগের। রেলের ওভারহেড তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃ্ত্যু হল তরতাজা ওই যুবকের। রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার শিয়ালদহ ডিভিশনের নারকেলডাঙা কারশেডে বিদ্যুতের কাজ করছিলেন তৃনাঙ্কুর। কাছেই ছিল রেলের ২৫,০০০ ভোল্টের ওভারহেড তার। সেই তারের সংস্পর্শে আসা মাত্রই ঝলসে যায় শরীর। বিআরসিং হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকালে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন - রোহিত না হনুমা? অ্যাডিলেডে প্রথম টেস্টে গাভাসকরের পছন্দ কে জেনে নিন
খেলোয়াড় কোটায় রেলে চাকরি পেয়েছিলেন তৃণাঙ্কুর। গত পাঁচ বছর ধরে পূর্ব রেলে কাজ করছিলেন তিনি। নাগের বাজারের তৃণাঙ্কুর বিভাগ বদলের জন্য বার বার আবেদন করেছিলেন রেল কর্তৃপক্ষের কাছে। কিন্তু দীর্ঘদিন টালবাহানার পর আর সেটা হয়নি। আর সেই কারণেই, অকালে চলে গেলেন বাংলার খ্যাতনামা ব্যডমিন্টন খেলোয়াড়। স্বাভাবিক কারণেই তৃণাঙ্কুরের অকালমৃত্যুতে পরিবারে নেমে এসেছে গোটা পরিবারে। শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ব্যাডমিন্টন মহলেও। রাজ্যস্তরে এ বছরের চ্যাম্পিয়ন, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও সুনামের সঙ্গে খেলেছিলেন ২৫ বছর বয়সী তৃণাঙ্কুর। বিশেষ করে ডাবলসে পারফরম্যান্স বেশ ভাল ছিল তৃণাঙ্কুরের। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে তৃণাঙ্কুরের পরিবার। ইস্টার্ন রেলে স্পোর্টসের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের দিকেও উঠছে অভিযোগের আঙুল। তাঁরাও ব্যাপারটাকে গুরুত্বই দেননি।