U19 World Cup: Bangladesh ম্যাচের আগে সুস্থ অধিনায়ক Yash Dhull, তবুও কোভিড হানায় আক্রান্ত ভারত
বাংলাদেশের বিরুদ্ধে বদলার ম্যাচে নামছে ভারত।
নিজস্ব প্রতিবেদন: ২৯ জানুয়ারি বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার (U19 World Cup) ফাইনালে নামবে ভারতের যুব দল (India U19)। এর আগে টিম ইন্ডিয়ার ছোটদের দলের শিবিরে ভাল-মন্দ দুটি খবরই আছে। কোভিডের (Covid 19) বিরুদ্ধে জিতে মাঠে ফিরছেন অধিনায়ক যশ ধুল (Yash Dhull)। তাঁর সঙ্গে আক্রান্ত হওয়ার আরও পাঁচজন সুস্থ হয়ে গিয়েছেন। ফলে টাইগার্সদের বিরুদ্ধে মাঠে নামতে কোনও অসুবিধা হবে না।
আইসিসি-র তরফ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, “যশ ধুল ও আরও কয়েক জন সুস্থ হলেও, নতুন কয়েক জন ভাইরাস হানায় আক্রান্ত। তবে ম্যাচ নির্দিষ্ট সময়ে শুরু হবে।“
আরও পড়ুন: Cricket Controversy: সাড়ে তিন বছরের নির্বাসন, থেমেই গেল Brendan Taylor-এর কেরিয়ার
আরও পড়ুন: ‘Ravi Shastri নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কথা বলছেন’, Sanjay Manjrekar-এর বিস্ফোরণ
তবে যদিও খারাপ খবর হল, ধুলের অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া নিশান্ত সিন্ধু নতুন করে করোনা আক্রন্ত হয়েছেন। তিনি নক-আউটে মাঠে নামতে পারবেন না। তাঁর বদলে বাঁ-হাতি স্পিনার অন্নেশ্বর গৌতম দলে এসেছেন।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে এই বাংলাদেশের কাছেই হেরে গিয়েছিল ভারত। সেই হারের জ্বালা মেটাতে এ বার বাইশ গজের যুদ্ধে নামবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভবিষ্যৎ প্রজন্ম।