আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ

Updated By: Oct 21, 2017, 04:12 PM IST
আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ

নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের সেই অর্থে বাকি আর এক সপ্তাহ। বলা যেতেই পারে, ম্যারাথন প্রতিযোগিতার শেষ ল্যাপ চলছে। শুধুই শেষ ল্যাপ তো নয়, সবথেকে গুরুত্বপূর্ণ ল্যাপও বটে। আজ অর্থাত, শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। শনিবার কোয়ার্টার ফাইনালের দুটো ম্যাচ এবং রবিবার হবে কোয়ার্টার ফাইনালের বাকি দুটো ম্যাচ। শনিবার অবশ্য, দুটো ম্যাচের কোনওটিই কলকাতায় নয়। দেখে নিন, আজ কোয়ার্টার ফাইনালের কোন দুটো ম্যাচ রয়েছে।

আরও পড়ুন রবিবার ওয়াংখেড়েতে মাঠে নামলেই ডাবল সেঞ্চুরি করবেন বিরাট কোহলি

শনিবার, বিকেল পাঁচটায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে, এবারের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে আফ্রিকা মহাদেশেরই দুই দেশ। শেষ চারে ওঠার লড়াইয়ে মাঠে নামছে প্রতিযোগিতার অন্যতম ফেভারিট ঘানা এবং চমকে দেওয়া মালি। খাতায় কলমে ঘানা অনেকটা এগিয়ে থেকে শুরু করলেও, মালিকে একেবারে ফেলে দিতে পারছেন না ফুটবল বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাত আটটায় গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং আমেরিকা। দুই দলই এবারের বিশ্বকাপে আকর্ষক ফুটবল খেলেছে। ইংল্যান্ড ফেভারিট হিসেবেই এই প্রতিযোগিতায় খেলতে নেমেছিল। অন্যদিকে আমেরিকানদের শুরুতে সেভাবে কেউ গুরুত্ব না দিলেও, প্রতিযোগিতা যত এগিয়েছে, নিজেদের দর বাড়িয়ে নিয়েছে আমেরিকা। গোয়ার মাঠে তাই আজ হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষা। দেখা যাক, শনিবার কোন দুটো দল এবারের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে পারে।

আরও পড়ুন  কুম্বলে সম্পর্কে অশ্বিন যা বললেন, তাতে কুম্বলের গর্ব হতে পারে

.