২০০ মিটারেও বোল্ট বিদ্যুতের ঝলক, ১০ বার সোনা জিতে সেরার সেরা জ্যামাইকান কিংবদন্তীই

সেই বিদ্যুৎগতি। আবার সেই গতির কাছেই হার মানল গোটা বিশ্ব। সব জল্পনা, সব সমালোচনা ধূলিসাৎ হয়ে গেল জোড়া পায়ের ম্যাজিকের কাছে। সেই আত্মবিশ্বাসের কাছে। ২০১২ সালে লন্ডন অলিম্পিক ফাইনালের পর নিজের সেরা সময় করে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০মিটারেও সোনা জিতে নিলেন উসেইন বোল্ট।

Updated By: Aug 27, 2015, 09:30 PM IST
 ২০০ মিটারেও বোল্ট বিদ্যুতের ঝলক, ১০ বার সোনা জিতে সেরার সেরা জ্যামাইকান কিংবদন্তীই

ওয়েব ডেস্ক: সেই বিদ্যুৎগতি। আবার সেই গতির কাছেই হার মানল গোটা বিশ্ব। সব জল্পনা, সব সমালোচনা ধূলিসাৎ হয়ে গেল জোড়া পায়ের ম্যাজিকের কাছে। সেই আত্মবিশ্বাসের কাছে। ২০১২ সালে লন্ডন অলিম্পিক ফাইনালের পর নিজের সেরা সময় করে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০মিটারেও সোনা জিতে নিলেন উসেইন বোল্ট।

নিকটতম প্রতিদ্বন্ধী গ্যাটলিনকে পিছনে ফেলে ১৯.৫৫ সেকেন্ডে ২০০ মিটারের দৌড় শেষ করলেন বোল্ট। এই নিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে ১০টি সোনা জমা পড়ল কিংবদন্তী বোল্টের ঝুলিতে।

শুরুটা ভাল করেও সেই 'দ্বিতীয় পুরুষ' হয়েই থাকতে হল মার্কিনি গ্যাটলিনকে। ১০০ মিটারের মত ২০০ মিটারেও তাঁকে বোল্ট বিদ্যুতের কাছে মাথা নত করতে হল। তবে ১০০ মিটারের মত বিশ্বের দ্রুততম পুরুষকে ২০০ মিটারে কিন্তু সেই রকম প্রতিযোগিতার মুখে ফেলতে পারলেন না গেটলিন। অনেকটা পিছনে থেকে দৌড় শেষ করলেন ১৯.৭৪ সেকেন্ডে।  

২০০ মিটারে সোনা জিতেই অননুকরণীয় ভঙ্গীতে নিজের শ্রেষ্টত্ব জাহির করলেন বোল্ট। বুঝিয়ে দিলেন, হ্যাঁ, এখনও তিনিই সেরা।  

 

 

 

 

 

.