অ্যাডিলেডে ঋষভের স্লেজিং! ভাইরাল ভিডিও
তখন ব্যাট করছেন প্যাট কামিন্স এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন।
নিজস্ব প্রতিবেদন : অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরিতে অজিদের অস্ত্রকেই হাতিয়ার করলেন ঋষভ পন্থ। রেকর্ড গড়ার দিনেই বিতর্কেও জড়ালেন পন্থ।
আরও পড়ুন - সফরের শুরুতেই ক্যাঙ্গারু বধ বিরাট-বাহিনীর, অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া
সোমবার ইতিহাস গড়া থেকে তখনও ৪ কদম দূরে দাঁড়িয়ে বিরাটের ভারত। তখন ব্যাট করছেন প্যাট কামিন্স এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার রান তখন ৬ উইকেট হারিয়ে ১৬১। রবিচন্দ্রন অশ্বিনের সেই ওভারে ব্যাট হাতে কামিন্সের মনসংযোগে ব্যাঘাত ঘটাতে ক্রমাগত উইকেটের পিছন থেকে কথা বলে যাচ্ছেন ঋষভ পন্থ। হোস্ট ব্রডকাস্টার ফক্স স্পোর্টসে ধরা পড়েছে সেই ভিডিও। ধারাভাষ্যকারদের কথা থামিয়ে উইকেট মাইক্রোফোনে শুনুন একবার ঠিক কী বলছেন ঋষভ...
Stump mic on
It’s cricket like never before, no commentary in the whole over #AUSvIND #foxcricket pic.twitter.com/8R2nwVMa9W— Fox Cricket (@FoxCricket) December 10, 2018
অজি টেল এন্ডারদের চাপে ফেলতে পেসার প্যাট কামিন্সকে উইকেটের পিছনে দাঁড়িয়ে ঋষভ বলে চলেছেন, "কাম অন প্যাটি, কাম অন প্যাটি, এই উইকেটে খেলা এত সহজ নয় প্যাটি ... কাম অন অ্যাশ ..." যা শোনা গেল উইকেট মাইক্রোফোনে। যদিও শেষ পর্যন্ত কামিন্স দ্বিতীয় ইনিংসে ধৈর্য্যশীল ২৮ রান করেন। তবে তাতে অবশ্য দলের হার বাঁচাতে পারেন নি তিনি। গোটা ঘটনাটিকে কোনওভাবেই স্লেজিং বলছেন না সুনীল গাভাসকর। তাঁর মতে, এটা প্রতিপক্ষ ব্যাটসম্যানের ওপর চাপ তৈরির একটা কৌশলমাত্র। অজিরা বিষয়টিতে স্লেজিংয়ের গন্ধ খুঁজলেও আপাতত তা মানতে নারাজ গাভাসকররা।