গাব্বায় প্রথম দিনে বিজয় দিবসে ভারত স্বস্তিতে

Updated By: Dec 17, 2014, 03:49 PM IST
গাব্বায় প্রথম দিনে বিজয় দিবসে ভারত স্বস্তিতে
চতুর্থ উইকেটে বিজয়-রাহানের পার্টনারশিপই ভারতকে স্বস্তি এনে দিল। (ছবি-টুইটার)

ভারত- ৩১১/৪ (বিজয় ১৪৪, রাহানে ৭৪ অপ, হ্যাজেলউড ২/৪৪)

ওয়েব ডেস্ক: গাব্বা টেস্টের প্রথম দিনেই ভারতের বিজয় দিবস। সব আশঙ্কা ঝেড়ে ফেলে মুরলী বিজয় আর আজিঙ্কা রাহানের সৌজন্যে ব্রিসবনে প্রথম দিনের খেলা শেষে ফ্রন্টফুটে ভারত। একটা সময় দেখে মনে হচ্ছিল ভারত যেন গাব্বায় নয় ওয়াংখেড়েতে খেলছে। ভারতের বিজয় দিবসে অস্ট্রেলিয়ানদের বডি ল্যাঙ্গুয়েজে সেই চেনা আগ্রাসন ধরা পড়ল না। মিচেল জনসন সারাদিনে অনেক চেষ্টার পরেও একটা উইকেটও পেলেন না।

গাব্বা টেস্টে বড় রানের পথে ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর চার উইকেটে ৩১১। পঁচাত্তর রানে ক্রিজে রয়েছেন অজিঙ্কা রাহানে আর ছাব্বিশ রানে ব্যাট করছেন রোহিত শর্মা। তবে ব্রিসবেনে প্রথম দিনটা ছিল ভারতীয় ওপেনার মুরলি বিজয়ের।

গাব্বার সবুজ উইকেটে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ধোনি। তাঁকে হতাশ করেননি মুরলি বিজয়। ১৪৪ রানের অনবদ্য ইনিংসে খেলেন চেন্নাইয়ের এই ব্যাটসম্যান। অ্যাডিলেডে মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন। গাব্বায় অবশ্য শতরান করতে ভুল করেননি তিনি। বিজয়ের পঞ্চম শতরান ছিল ২২টা চার দিয়ে সাজানো।

কোহলি ১৯ রানে আউট হয়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে বিজয় আর রাহানের শতরানের পার্টনারশিপ ভারতকে ভাল জায়গায় পৌছে দেয়। ১৯৬০ সালে ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়ায় সফরকারী দ্বিতীয় দল হিসাবে গাব্বায় টেস্টের প্রথমদিন ৩০০ বেশি রান করল ভারত। একইসঙ্গে টেস্টের প্রথম দিন আট জন বোলার ব্যবহার করেন অসি অধিনায়ক। যা ইদানিংকালে দেখাই যায়নি।

ভারতের প্রথম একাদশে জায়গা পাননি মহম্মদ সামি। সামির জায়গায় দলে এসেছেন উমেশ যাদব। অন্যদিকে, কর্ণ শর্মার বদলে জায়গায় এসেছেন রবীচন্দ্র অশ্বিন।

 

.