দেশের পতাকা দূরে সরিয়ে প্রফেশনল বক্সিংয়ের দুনিয়ায় পা রাখলেন বিজেন্দর সিং
সব জল্পনার অবসান। অ্যামেচার বক্সিংয়ের জগত ছেড়ে প্রফেশনল বক্সিয়ের দুনিয়ায় পা রাখলের ২০০৮ সালের অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী ভারতীয় বক্সার বিজেন্দর সিং।
![দেশের পতাকা দূরে সরিয়ে প্রফেশনল বক্সিংয়ের দুনিয়ায় পা রাখলেন বিজেন্দর সিং দেশের পতাকা দূরে সরিয়ে প্রফেশনল বক্সিংয়ের দুনিয়ায় পা রাখলেন বিজেন্দর সিং](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/30/39612-vijender.jpg)
ওয়েব ডেস্ক: সব জল্পনার অবসান। অ্যামেচার বক্সিংয়ের জগত ছেড়ে প্রফেশনল বক্সিয়ের দুনিয়ায় পা রাখলের ২০০৮ সালের অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী ভারতীয় বক্সার বিজেন্দর সিং।
আগামী ছ'বছর ব্রিটিশ প্রমোটর ফ্রান্সিস ওয়ারেনের হয়ে প্রফেশনাল মুষ্টিযুদ্ধের ময়দানে কেরামতি দেখাবেন বিজেন্দর।
প্রথম বছর মিডলওয়েট ক্যাটাগরিতে কুইনসবেরি প্রমোশনের হয়ে অন্তত ছ'টি যুদ্ধে নামতে হবে এই ভারতীয় বক্সারকে।
প্রফেশনল বক্সিংয়ে নেমে পড়ার অর্থ আর দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন না বিজেন্দর। ফলে রিও অলিম্পিকেও আর তাঁকে দেখা যাবে না।
২০০৮ সালে প্রথম ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিক মডেল জিতে ছিলেন বিজেন্দর।