কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে রক্ত গরম করা টুইট করলেন বিজেন্দর

উত্তর কাশ্মীরে পাঠানকোটের স্মৃতি উস্কে এবার হামলা উরি সেক্টরের আর্মি ব্রিগেড হেডকোয়ার্টারে। জঙ্গি হামলায় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ১৭ জন সেনা জওয়ানের। তবে, সেনা সূত্রে খবর নিকেশ করা গিয়েছে সেখানে আসা ৪ জঙ্গীকেও। সাম্প্রতিক, কালে ভারত-পাকিস্তান সীমান্তে জঙ্গি হামলায় এতজন জওয়ানের প্রাণ যায়নি।

Updated By: Sep 18, 2016, 03:50 PM IST
কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে রক্ত গরম করা টুইট করলেন বিজেন্দর

ওয়েব ডেস্ক: উত্তর কাশ্মীরে পাঠানকোটের স্মৃতি উস্কে এবার হামলা উরি সেক্টরের আর্মি ব্রিগেড হেডকোয়ার্টারে। জঙ্গি হামলায় ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ১৭ জন সেনা জওয়ানের। তবে, সেনা সূত্রে খবর নিকেশ করা গিয়েছে সেখানে আসা ৪ জঙ্গীকেও। সাম্প্রতিক, কালে ভারত-পাকিস্তান সীমান্তে জঙ্গি হামলায় এতজন জওয়ানের প্রাণ যায়নি।

আরও পড়ুন এক হেলিকপ্টার আর তিন প্রিয় ক্রিকেটার

এরপরই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। আর রক্ত গরম করা টুইট করেন অলিম্পিকে পদক জেতা দেশের প্রথম বক্সার বিজেন্দর সিং। তিনি টুইটারে লেখেন, 'পাকিস্তান যদি যুদ্ধই চায়, তাহলে আর অপেক্ষা কীসের! যুদ্ধই শুরু হোক।'

আরও পড়ুন  উরিতে সেনা হেডকোয়ার্টারে জঙ্গি হামলা, মৃত ১৭ জওয়ান, নিকেশ ৪ জঙ্গি

.