ড্রাগ বিতর্কে বিজেন্দরকে ক্লিনচিট ক্রীড়ামন্ত্রকের

মাদক কেলেঙ্কারি মামলায় প্রায় দেড় মাস পর স্বস্তি পেলেন অলিম্পিয়ান বিজেন্দর সিং। তাঁর ডোপ পরীক্ষা করে কিছু পায়নি ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। বিজেন্দরের রক্তের এবং মুত্রের নমূনা নিয়েছিল নাডা।

Updated By: Apr 16, 2013, 06:16 PM IST

মাদক কেলেঙ্কারি মামলায় প্রায় দেড় মাস পর স্বস্তি পেলেন অলিম্পিয়ান বিজেন্দর সিং। তাঁর ডোপ পরীক্ষা করে কিছু পায়নি ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। বিজেন্দরের রক্তের এবং মুত্রের নমূনা নিয়েছিল নাডা।
ডোপ টেস্টে কিছু না পাওয়ায় বিজেন্দরকে ক্লিনচিট দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। চলতি মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশেই বিজেন্দরের ডোপ টেস্ট করে নাডা। 
তখনই মনে করা হচ্ছিল ডোপ পরীক্ষা থেকে কিছু পাওয়া যাবে না। কারণ ড্রাগ নেওয়ার তিন দিনের মধ্যে পরীক্ষা না করলে রক্তে মাদকের চিহ্ন পাওয়া যায় না। গতমাসে ড্রাগ ডিলার অনুপ সিং কাহলোঁকে ২৬ কেজি হেরোইন সহ গ্রেফতার করেছিল পুলিস। বিজেন্দর এবং তাঁর সতীর্থ রাম সিংকে তিনি ড্রাগ বিক্রি করেছিলেন বলে দাবি করেছিলেন  অনুপ।

.