ত্রুটি আছে বিরাটের ব্যাটিং-এ: ব্যারি রিচার্ডস
সচিন তেন্ডুলকরের সঙ্গে এখনই বিরাট কোহলিকে তুলনায় টানতে রাজি নন ব্যারি রিচার্ডস। কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের চোখে বিশ্বের অন্যতম ডানহাতি ব্যাটসম্যান রিচার্ডস মনে করেন সচিনের পর্যায়ে যেতে কোহলিকে আরও অনেকটা পথ যেতে হবে ।
ওয়েব ডেস্ক: সচিন তেন্ডুলকরের সঙ্গে এখনই বিরাট কোহলিকে তুলনায় টানতে রাজি নন ব্যারি রিচার্ডস। কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের চোখে বিশ্বের অন্যতম ডানহাতি ব্যাটসম্যান রিচার্ডস মনে করেন সচিনের পর্যায়ে যেতে কোহলিকে আরও অনেকটা পথ যেতে হবে ।
ফিটনেসের পাশাপাশি সারা মাঠ জুড়ে খেলার ক্ষেত্রে এখনও সচিন অনেক এগিয়ে। এমনটাই মত ব্যারির। তিনি বলেন কোহলি নিঃসন্দেহে ভারতের সেরা ব্যাটসম্যান। তবে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সচিনের দাপট অনেক বেশি ছিল। পেস সহায়ক পিচে কোহলির তুলনায় অনেক সাবলীল ছিলেন তেন্ডুলকর।
ব্যারি রিচার্ডস বলেন পেস সহায়ক পিচে সচিন দ্রুতগামি বলকে অনেক ক্ষেত্রেই ফ্রন্টফুটে খেলতেন। কিন্তু কোহলি তা পারেন না। শরীরের কাছাকাছি বলকে বেশি অ্যালাও করেন ভারতের সহঅধিনায়ক। এই ত্রুটিগুলি দূর করতে হবে কোহলিকে।