Virat Kohli And Cheteshwar Pujara: পূজারা ও কোহলির গড় ২৯.৬৯! তাহলে বৈষম্য কেন? জবাব চাইলেন প্রাক্তন ওপেনার
চেতেশ্বর নেটে তাঁর ব্যাটিং সাধনা চালিয়ে গেলেও, বিশ্ব টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খারাপ ব্যাটিং এখনও সবার মনে কাঁটার মতো বিঁধছে। মেগা ফাইনালে করেছিলেন ১৪ ও ২৭। সবচেয়ে বেশি চোখে লেগেছিল তাঁর আউট হওয়ার ধরণ। প্রথম ইনিংসে ক্যামেরুন গ্রিনকে জাজমেন্ট দিতে গিয়ে বোল্ড হয়েছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour Of West Indies) টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। তাঁর পরিবর্তে প্রথমবার দলে ডাক পেয়েছেন তরুণ যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal)। কিন্তু চেতেশ্বরকেই কেন ছেঁটে ফেলা হল? টেস্টে পারফরম্যান্সের নিরিখে গত তিন বছরে বিরাট কোহলি (Virat Kohli) এবং চেতেশ্বরের গড় একই। তাহলে কেন চেতেশ্বরের ঘাড়ে কোপ পড়ল? বিসিসিআই-এর (BCCI) মুখ্য নির্বাচক মন্ডলীর কাছে এমনই কঠিন প্রশ্ন তুলে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া (Aakash Chopra)।
গত তিন বছর টেস্টে ক্রিকেটে ভারতের তারকা ব্যাটারদের পারফরম্যান্স একেবারেই আহামরি নয়। নিজের ইউ টিউব চ্যানেলে একটি পরিসংখ্যান তুলে ধরেছেন আকাশ চোপড়া। সেখানে দেখা যাচ্ছে শেষ তিন বছরে বিরাট ও চেতেশ্বরের গড় ২৯.৬৯। এর মধ্যে বেশিরভাগ টেস্ট দেশের মাটিতে খেলেছেন চেতেশ্বর। যদিও গত বছরও তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপরও ২৮ ম্যাচে ১৪৫৫ রান তাঁর সংগ্রহে। অন্যদিকে বিরাটের ঝুলিতে ২৫ ম্যাচে ১২৭৭ রান। এই তথ্য তুলে ধরেই আকাশ চোপড়া বলছেন, 'তাহলে কি চেতেশ্বরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সঠিক? আমি কোনও মতামত দিচ্ছি না। আমি শুধু গত তিন বছরে কয়েকজন ব্যাটারের টেস্টের পারফরম্যান্সের পরিসংখ্যান সামনে আনছি। রোহিত শর্মার ১৮ ম্যাচে গড় ৪৩। শুভমন গিলের ১৬ ম্যাচে গত ৩২। কেএল রাহুলের ১১ ম্যাচে গড় ৩০। সেখানে চেতেশ্বরের ২৮ ম্যাচে গড় ২৯। অর্থাৎ এই সময়টায় বিরাট ও চেতেশ্বরের গড় সমান। শুধু পার্থক্য হল চেতেশ্বরের এই সময় বিরাটের থেকে তিনটে ম্যাচ বেশি খেলেছে। ২০ ম্যাচে সবচেয়ে খারাপ গড় অজিঙ্ক রাহানের। ২৬.৫০।'
ওয়েস্ট ইন্ডিজ সফরে রাহানে আবার দলের সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন। সেখানে চেতেশ্বরকে দলেই রাখা হয়নি। বাদ পড়ার পর নিজের একটি অনুশীলনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চেতেশ্বর। তাঁর আবেগঘন ভিডিয়ো মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। আর তার মধ্যেই পরিসংখ্যান তুলে ধরে আকাশ চোপড়া বোঝাতে চেয়েছেন, নির্বাচকদের এহেন সিদ্ধান্ত বিতর্কের অতীত নয়।
আরও পড়ুন: Virat Kohli: আইসিসি চ্যাম্পিয়নশিপে অচল বিরাট আপনি কি শুধু আইপিএল-এর 'কিং'?
এর আগে দলবাছাই নিয়ে নির্বাচকদের একহাত নিয়েছিলেন সুনীল গাভাসকর। দেশের সর্বকালের সেরা ওপেনার প্রশ্ন তুলেছিলেন, কেন তাঁকেই বলির পাঁঠা করা হল? গাভাসকর বলেন, "সবার ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা কেন করা হল পূজারাকে? ভারতীয় ক্রিকেটের একজন অনুগত সেবক পূজারা। অত্যন্ত শান্ত এবং ধীর স্থির। কিন্তু একাধিক প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ অনুগামী পূজারার না থাকাতেই কি ওকে বাদ দেওয়া হল? এটা বোঝার অতীত।"
১০৩টি টেস্ট খেলে রান ৭১৯৫। গড় ৪৩.৬০। সঙ্গে রয়েছে ১৯টি শতরান ও ৩৫টি অর্ধ শতরান। এহেন চেতেশ্বর প্রতিবাদ করতে জানেন না। প্রচারের আলোয় থাকতেও রাজি নন। গায়ে-গতরে ওই ‘লাল গোলা’ হজম করে যান। টি-শার্ট শরীর থেকে নামিয়ে রাখলে জমাট রক্তের দাগগুলো স্পষ্ট দেখা যায়। তবুও নিজের কাজ নীরবে করে যেতে চান একজন প্রকৃত যোদ্ধার মতো। কিন্তু প্রশ্ন হল যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়দের আগমনে তাঁকে ভুলে যাবে না তো টিম ম্যানেজমেন্ট।
তাঁকে রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরি হিসবে ধরা হয়েছিল। নিজেকে সে ভাবে প্রতিষ্ঠাও করেছিলেন। কিন্তু সেই 'দ্য ওয়াল' হেড কোচ হয়ে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে আসতেই এই নিয়ে দু'বার টেস্ট দল থেকে ছাঁটাই হলে 'চে পূজারা'। এটা কি শুধুই ক্রিকেটীয় যুক্তি। নাকি অদৃষ্টের খেল!আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অপেক্ষা করতেই হবে।