সিডনিতে ভাঙল সচিনের রেকর্ড, দ্রুততম ১৯ হাজার রান বিরাটের
সচিনের থেকে ৩৩ ইনিংস আগেই আন্তর্জাতিক কেরিয়ারের ১৯ হাজার রান সম্পূর্ণ করলেন।
![সিডনিতে ভাঙল সচিনের রেকর্ড, দ্রুততম ১৯ হাজার রান বিরাটের সিডনিতে ভাঙল সচিনের রেকর্ড, দ্রুততম ১৯ হাজার রান বিরাটের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/01/03/167129-sachin.jpg)
নিজস্ব প্রতিবেদন: ৩৯৯টা ইনিংসেই ১৯ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন বিরাট কেহলি। যা ক্রিকেটে বিশ্বে সবথেকে দ্রুত। এর আগে এই একই মাইলস্টোনে পৌঁছতে সচিন সময় নিয়েছিলেন ৪৩২টি ইনিংস। বিরাট তাঁর থেকে ৩৩ ইনিংস আগেই আন্তর্জাতিক কেরিয়ারের ১৯ হাজার রান সম্পূর্ণ করলেন।
আরও পড়ুন- 'জল ফুটছে, ম্যাগি এখনও তৈরি হয়নি'- সিডনিতে ব্যর্থ রাহুল ট্রোলড টুইটারে
গতবছরও একইরকম ভাবে ১৮ হাজারের ক্লাবে ঢুকে পড়েছিলেন ভারত অধিনায়ক। বছর ঘুরতে না ঘুরতেই ১৭ ইনিংসের মধ্যেই আরও হাজার রান যোগ করে ১৯ হাজারের ক্লাবে ঢুকে পড়লেন বিরাট। এই ক্লাবে আগে থেকেই রয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা (৪৩৩), অজি কিংবদন্তি রিকি পন্টিং (৪৪৪), প্রোটিয় কিংবদন্তি জ্যাক কালিস (৪৫৮)।
আরও পড়ুন- ‘কড়ক খাও, শক্তি বাড়াও’, কোহলি ও টিমকে পরামর্শ কৃষি বিজ্ঞান কেন্দ্রের
গত বছরের ক্রিকেট ক্যালেন্ডারে সর্বাধিক রানের রেকর্ড ছিল বিরাটের। ২০১৮ সালে ২ হাজার ৭৩৫ রান করেছিলেন তিনি। তার মধ্যে ছিল ১১টি শতরান। সেই সুবাদেই নতুন বছরের শুরুতেই নতুন রেকর্ড গড়তে পারলেন বিরাট। সিডনিতে পিঙ্ক টেস্টেই সব থেকে দ্রুত ১৯ হাজার আন্তার্জাতিক রান করার রেকর্ড নিজের দখলে করে নিলেন তিনি।