পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া দিন-রাতের টেস্টে রাজি নন কোহলি
দিন-রাতের টেস্ট নিয়ে স্পষ্ট ধারণা নেই বিরাটদের। ফ্লাডলাইটে ঠিক কটা সেশন খেলা হবে? পিঙ্ক কোকাবুরা বলে ঠিক কতটা সুইং হবে, সেটাও পরীক্ষিত নয়।
নিজস্ব প্রতিবেদন : অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দিন-রাতের টেস্ট খেলা নিয়ে এবার অনিশ্চয়তা দেখা দিচ্ছে। বিনা প্রস্তুতিতে কোনওভাবেই দিন-রাতের টেস্ট খেলতে রাজি নয় বিরাটবাহিনী। ক্যাপ্টেন কোহলি এবং কোচ রবি শাস্ত্রীর মধ্যে এই বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সিওএ প্রধান বিনোদ রাইয়ের সঙ্গে মুম্বইয়ে এই নিয়ে বিস্তারিত অলোচনায় বসতে পারেন রবি শাস্ত্রী।
আরও পড়ুন - ভারতে দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ
দিন-রাতের টেস্ট নিয়ে স্পষ্ট ধারণা নেই বিরাটদের। ফ্লাডলাইটে ঠিক কটা সেশন খেলা হবে? পিঙ্ক কোকাবুরা বলে ঠিক কতটা সুইং হবে, সেটাও পরীক্ষিত নয়। এই সব প্রশ্নগুলোই ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে। সূত্রের খবর, দিন-রাতের টেস্ট নিয়ে ভারতীয় দলের চিন্তা-ভাবনা বোর্ডের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধরিকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জানিয়েছেন কোচ শাস্ত্রী। সাধারণত দিন-রাতের টেস্টে একটির বেশি সেশন ফ্লাডলাইটে খেলা হয়ে থাকে। কোহলিরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটিমাত্র সেশন ফ্লাডলাইটে খেলতে চায়, বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - বদল হল আইপিএলের সূচি
বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে ভারতের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ায় একটির বেশি সেশন ফ্লাডলাইটে খেলতে হবে সেখানে। এখনও দিন-রাতের টেস্ট খেলার অভিজ্ঞতা নেই টিম ইন্ডিয়ার। তাই পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া দিন-রাতের টেস্ট খেলতে কোনওভাবেই রাজি নয় টেস্টের এক নম্বর দল।
বিসিসিআই সূত্রে খবর, ৭ এপ্রিল আইপিএল শুরুর আগে, সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন রবি শাস্ত্রী। বৈঠকে থাকতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। দিন-রাতের টেস্ট নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট দল। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় চেয়ে নিতে পারে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক।
আরও পড়ুন - স্মিথের পরিবর্তে রাজস্থানে ক্লাসেন