কেপটাউনে ভরাডুবির পর ব্যাটসম্যানদের নিন্দা বিরাটের, প্রশংসা বোলারদের
ব্যাটসম্যানদের সামলোচনা করলেও বিরাট বোলারদের পাশে দাঁড়িয়েছেন। তার মতে বোলারদের জন্য জয়ের আশাও তৈরি হয়েছিল। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসাররা যেভাবে বল করেছেন তাতে মুগ্ধ কোহলি।
নিজস্ব প্রতিবেদন: কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর নিজের সাধের ব্যাটিং লাইন আপ নিয়ে ঢোক গিললেন বিরাট কোহলি। ভারত অধিনায়ক স্বীকার করে নিলেন দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই ম্যাচ হারতে হয়েছে। পরবর্তী টেস্টগুলিতে ব্যাটসম্যানরা মানসিকতার পরিবর্তন না ঘটালে ফের এরকম বিপর্যয়ের মুখেই পড়তে হতে পারে ভারতকে।
আরও পড়ূন- সেঞ্চুরিয়ানে ভারতের জন্য জোড়া পেসারের বরাদ আফ্রিকার
1st Test. It's all over! South Africa won by 72 runs https://t.co/XYC5wpFbLx #SAvInd #TeamIndia
— BCCI (@BCCI) January 8, 2018
Grateful for all your wishes and support throughout the first test. Disappointed that we fell short the way we did. We will come back harder and stronger in Pretoria! #SAvIND pic.twitter.com/LUCJtTcx73
— hardik pandya (@hardikpandya7) January 9, 2018
ব্যাটসম্যানদের সামলোচনা করলেও বিরাট বোলারদের পাশে দাঁড়িয়েছেন। তার মতে বোলারদের জন্য জয়ের আশাও তৈরি হয়েছিল। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসাররা যেভাবে বল করেছেন তাতে মুগ্ধ কোহলি। তবে ২০৮ রান তুলে জিততে না পারার জন্য ব্যাটসম্যানদের সঙ্গে নিজের ব্যাটিংয়েরও সমালোচনা করেছেন বিরাট।
আরও পড়ুন- রান না পাওয়ায় বিরাট 'পদস্খলন'